নিজস্ব প্রতিবেদক :
ঢাকার দোহার উপজেলার মেঘুলা ও বিলাসপুরের পদ্মানদীতে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে দেশীয় মাছের পোনা ধরা ও বিক্রি করার অপরাধে ৪ জন জেলেকে অর্থদন্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২১) আগষ্ট সকালে তাদের এ অর্থদন্ড প্রদান করা হয়।
অর্থদন্ডপ্রাপ্তরা হলেন, বিলাসপুর ইউনিয়নের কুতুবপুর এলাকার মোকসেদ বেপারীর ছেলে মোঃ মোসলেম বেপারী (৫৫), লাল মিয়া মোল্লার ছেলে সাহাবুদ্দিন মোল্লা (৪৮), নারিশা ইউনিয়নের উত্তর শিমুলিয়া এলাকার সিকিম আলী বেপারীর ছেলে মোঃ নুরুল হক ( ২৮) ও ফরিদপুরের সদপুর উপজেলার নারিকেল বাড়িয়া ইউনিয়নের মোসলেম মৃধার ছেলে মোঃ কামাল মৃধা ( ২৮)।
নৌ-পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সকালে জেলেরা সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মা নদী থেকে মাছ ধরে মেঘুলা বাজারে বিক্রির জন্য নিয়ে আসে। খবর পেয়ে নৌ-পুলিশ অভিযান চালিয়ে ৪ জেলেকে ৩০ কেজি মাছের পোনাসহ আটক করে। পরে উপজলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম মোস্তাফিজুর রহমান আটককৃত চার জেলেকে ৫ হাজার টাকা করে জরিমানা করেন ও জব্দকৃত ৩০ কেজি মাছের পোনা বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয় এবং উদ্ধারকৃত কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় ।
উল্লেখ্য, জুলাই থেকে ডিসেম্বর এ ছয় মাস রুই, কাতল, কালিবাউশ, বোয়ালসহ দেশীয় জাতের মাছের পোনা ধরা সরকারি ভাবে নিষিদ্ধ।