সিনিয়র প্রতিবেদক :
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান যদি এই দেশ স্বাধীন না করতেন তাহলে আজকের এই দেশ আমরা পাইতাম না। এই দেশ স্বাধীন না হলে আমরা আজও পাকিস্থানীদের গোলাম থাকতাম। ১৫ আগষ্ট জাতীয় শোক দিবসে মঙ্গলবার দুপুরে ঢাকার দোহার উপজেলার পালামগঞ্জ বাজারে আয়োজিত বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান এর ৪৮তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে দোহার-নবাবগঞ্জ ঢাকা-১ আসনের সংসদ সদস্য ও প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এমপি এ কথা বলেন।
সালমান এফ রহমান বলেন, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান যিনি আমাদের প্রিয় এই বাংলাদেশ দিয়েছেন তাকেসহ এই ১৫ আগষ্ট বয়াল কালো রাত্রে ষড়যন্ত্রকারীরা তার পরিবারের সবাইকে নির্মমভাবে হত্যা করেছে। আমি তাদের প্রতি গভীর ভাবে শ্রদ্ধা নিবেদন করছি। আল্লাহ যেন তাদেরকে বেহেস্তের শ্রেষ্ঠ মোকাম দান করেন।
তিনি আরও বলেন, আগামী নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নৌকা মার্কায় ভোট দিয়ে আবারও প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করতে হবে। তাহলেই আমাদের দেশ যেভাবে উন্নয়ন হচ্ছে সেই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে পারবো।
এ সময় উপস্থিত ছিলেন, দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আলমগীর হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ নূরলহক বেপারী, কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক শেখ আনার কলি পুতুল, ঢাকা জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সুরুজ আলম সুুরুজ, রাইপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও রাইপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আমজাদ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি একলাল উদ্দিন আহমেদ, লায়ন আব্দুস সালাম, কার্য্যনির্বাহী সদস্য রমজান আলী মল্লিক, রাইপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ মজিবুর রহমান বেপারীসহ আরও অনেকে।
এর আগে নবাবগঞ্জ উপজেলায় ও পরে দোহার উপজেলায় আয়োজিত জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থেকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সালমান এফ রহমান এমপি।