নবাবগঞ্জ থেকে সিনিয়র প্রতিবেদক :
ঢাকার নবাবগঞ্জ উপজেলায় মাস্টার প্লান পর্যালোচনা ও হালনাগাদকরন বিষয়ক প্রজেক্ট ওরিয়েন্টেশন এবং প্রারম্ভিক কর্মশালা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০ আগষ্ট) দুপুরে উপজেলা সভা কক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ সময় অনুষ্ঠানে বক্তব্য রাখেন এলজিইডির উপজেলা মাস্টার প্লান প্রণনয়ন ও মৌলিক অবকাঠামো উন্নয়ন প্রকল্পের পরিচালক মো. ছয়ফুদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মতিউর রহমান, উপজেলা নারী ভাইস চেয়ারম্যান ইয়াসমিন আক্তার, উপজেলা প্রকৌশলী জুলফিকার হক চৌধুরীসহ আরও অনেকে
অনুষ্ঠানে বক্তারা বলেন, এ মাস্টার প্লানের আওতায় বাংলাদেশের প্রতিটি উপজেলায় আগামী ২০ বছরের পরিকল্পিত উন্নয়ন করা হবে। এতে ঐসব উপজেলার বিশিষ্টজনদের মতামতের ভিত্তিতে চাহিদা অনুযায়ী উন্নয়ন করা হবে। প্রকল্পটি বাংলাদেশের মধ্যে প্রথম ঢাকার নবাবগঞ্জ উপজেলায় গ্রহন করা হচ্ছে।
এ সময় কর্মশালায় উপস্থিত বিশিষ্টজনদের মতামত গ্রহন করা হয় এবং উত্থাপিত মতামতের পর্যালোচনার ভিত্তিতে এ উপজেলার কর্মপরিকল্পনা গ্রহন করা হবে বলে জানানো হয়।
মাস্টার প্লান পর্যালোচনা ও হালনাগাদকরন বিষয়ক প্রজেক্ট ওরিয়েন্টেশন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সকল ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি, উপজেলায় কর্মরত কর্মকর্তা, পেশাজীবীসহ সুশিল সমাজের প্রতিনিধিগণসহ আরও অনেকে।