সিনিয়র প্রতিবেদক :
“সংগ্রাম-স্বাধীনতা, প্রেরণায় বঙ্গমাতা” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ঢাকার দোহার উপজেলায় বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব এর ৯৩তম জন্ম বার্ষিকী উদযাপন উপলক্ষে সেলাই মেশিন বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ আগষ্ট) দুপুরে দোহার উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর এর আয়োজনে উপজেলা পরিষদ এর সভাকক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসএম মোস্তাফিজুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আলমগীর হোসেন।
এ সময় আরও বক্তব্য রাখেন, দোহার পৌরসভা মেয়র মুহাম্মদ আলমাস উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান সুজাহার বেপারী, মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা ইসলাম বিথী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাবরিনা নাহিদ, সাবেক ছাত্রনেতা সুরুজ আলম সুরুজ, রাইপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আমজাদ হোসেন, কুসুমহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের মন্ডল, বিলাসপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ চোকদার, দোহার উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা সাংসদ কমান্ডার রজ্জব আলী মোল্লা, পৌরসভা আওয়ামী লীগের আহবায়ক সাজ্জাত হোসেন সুরুজসহ আরও অনেকে।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, দোহার উপজেলা ছাত্রলীগের সভাপতি শাকিল আহমেদ, দোহার পৌরসভা ২নং ওয়ার্ড কাউন্সিলর শওকত বেপারী, ৩নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুস সালাম শুকুর, ৪নং ওয়ার্ড কাউন্সিলর পাপেল মাহমুদ নিজাম, ৭নং ওয়ার্ড কাউন্সিলর উদয় হোসেন, ৯নং ওয়ার্ড কাউন্সিলর মুরাদ হোসেন, সংরক্ষিত মহিলা সদস্য ১,২,৩ নং ওয়ার্ড কাউন্সিলর ইসরাত জাহান বনানী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিবসহ আরও অনেকে।