সিনিয়র প্রতিবেদক :
ঢাকার কেরাণীগঞ্জ উপজেলায় র্যাব-১০ এর অভিযানে মাদক ব্যবসায়ী মোঃ রাসেল বেপারী (৩৪) কে ১৮৭ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছে র্যাব। শনিবার (৫ আগষ্ট) দুপুরে উপজেলার দক্ষিন কেরানীগঞ্জের আগানগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মোঃ রাসেল বেপারী শরিয়তপুর জেলার গোসাইরহাট উপজেলার চরবোয়াই এলাকার মোঃ শাহ আলম বেপারীর পুত্র। বর্তমানে তিনি কেরানীগঞ্জের আটিবাজারের নয়া বাজার এলাকায় থাকেন বলে জানা যায়।
রবিবার (৬ আগষ্ট) দুপুরে এক প্রেস রিলিজের মাধ্যমে র্যাব-১০ এ তথ্য সাংবাদিকদের জানান।
প্রেস রিলিজ সূত্রে জানা যায়, র্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুরে উপজেলার দক্ষিন কেরানীগঞ্জের আগানগর এলাকা একটি অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মোঃ রাসেল বেপারীকে ১৮৭ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছে থেকে ১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।