28 C
Dhaka
সোমবার, এপ্রিল ২১, ২০২৫

দোহারে অটোরিকশা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

spot_img

আরো সংবাদ

spot_img
spot_img

সিনিয়র প্রতিবেদক :
ঢাকার দোহার উপজেলায় পৃথক অভিযানে ১টি চোরাই অটোরিকশা উদ্ধারসহ পেশাদার চোর চক্রের ৩ জন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে দোহার থানা পুলিশ। শুক্রবার (৪ আগষ্ট) তাদের গ্রেপতার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন মুকুল, শহীদ ও জুয়েল।

শনিবার (৫ আগষ্ট) রাতে দোহার সার্কেলের এএসপি মো. আশরাফুল আলম এক প্রেস রিলিজের মাধ্যমে এ তথ্য নিশ্চিত জানান।

প্রেস রিলিজ সূত্রে জানা যায়, গত ৩ আগষ্ট দোহার থানার বৌবাজার এলাকার ইমন মিয়ার একটি অটোরিকশা সুকৌশলে চুরি হয়। এ ঘটনায় দোহার থানায় একটি মামলা দায়ের করা হয়। পরে এই অভিযোগ পাওয়ার পরেই দোহার থানার একটি চৌকস টিম অভিযান চালিয়ে শুক্রবার দোহার থানা ও নবাবগঞ্জ থানার বারুয়াখালী তদন্তকেন্দ্রের পুলিশের সহায়তায় ৩ পেশাদার চোর মুকুল, শহীদ ও জুয়েলকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। এ সময় তাদের হেফাজত থাকা চোরাই অটোরিকশাটি উদ্ধার করা হয়।

এ বিষয়ে দোহার সার্কেলের এএসপি মো. আশরাফুল আলম বলেন, গ্রেপ্তারকৃত আসামীদের আজ (৫ আগষ্ট) বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। তারা চুরির সাথে নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করে বিজ্ঞ আদালতে ফৌ:কা:বি: ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।

spot_img
spot_img

জনপ্রিয় সংবাদ

spot_img
spot_img

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
ক্যাপচা ব্যবহারকারীর স্কোর ব্যর্থ হয়েছে। আমাদের সাথে যোগাযোগ করুন!
error: Content is protected !!