সিনিয়র প্রতিবেদক :
ঢাকার দোহার উপজেলায় ছিনতাইকৃত অটোরিকশা উদ্ধারসহ মূলহোতা তানিমকে গ্রেপ্তার করেছে দোহার থানা পুলিশ। শুক্রবার (৪ আগষ্ট) ছিনতাইকারী তানিমকে গ্রেপ্তার করা হয়।
শনিবার (৫ আগষ্ট) রাতে দোহার সার্কেলের এএসপি মো. আশরাফুল আলম এক প্রেস রিলিজের মাধ্যমে এ তথ্য নিশ্চিত জানান।
প্রেস রিলিজ সূত্রে জানা যায়, গত জুন মাসে ইকরাশি এলাকার আলাউদ্দিন নামের এক ব্যক্তির অটোরিকশাটি অজ্ঞাতনামা ছিনতাইকারীরা ছিনতাই করে নিয়ে যায়। এ ঘটনায় দোহার থানায় একটি মামলা দায়ের করা হলে ঢাকা জেলার পুলিশ সুপার মো: আসাদুজ্জামান পিপিএম (বার) এর নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার, ক্রাইম, অপস এন্ড ট্রাফিক (উত্তর) মো: আমিনুল ইসলাম এর তত্ত¡বাবধানে সিনিয়র সহকারী পুলিশ সুপার, দোহার সার্কেল এএসপি মো: আশরাফুল আলম এর সরাসরি অপারেশন পরিকল্পনায় অফিসার ইনচার্জ দোহার থানার নেতৃত্বে একটি চৌকস দল ছিনতাই এর সাথে জড়িত দুই আসামি সেন্টু ও রানাকে সনাক্তপূর্বক গ্রেপ্তার করে আসামীদেরকে আদালতে প্রেরণ করা হলে তারা উভয়ে ছিনতাইয়ের সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করে ফৌ:কা:বি: ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।
কিন্তু এ ঘটনায় সেন্টু ও রানা গ্রেপ্তার হলেও এ ঘটনার মূল হোতা তানিম সুকৌশলে আত্মগোপন করে। পরবর্তীতে তথ্য প্রযুক্তির সহায়তায় মূল হোতা তানিমকে শুক্রবার গ্রেপ্তার করে লুন্ঠিত অটোরিকশাটি জামালচর এলাকার একটি পরিত্যক্ত বাড়ি থেকে উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামি তানিমকে আজ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হলে সে স্বেচ্ছায় স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করে।