সিনিয়র প্রতিবেদক :
ঢাকার নবাবগঞ্জ উপজেলার বাহ্রা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মাসুদের বাড়িতে গুলি চালানোর অভিযোগ পাওয়া গেছে। বুধ্বার দিবাগত রাতে উপজেলার বাহ্রা ইউনিয়নের বলমন্তচর এলাকায় এ ঘটনা ঘটে।
বিএনপি নেতা মাসুদুর রহমান মাসুদের অভিযোগ করে বলেন, বুধবার রাত ১০ টা ৫৪ মিনিটে হঠাৎ বিকট শব্দ হয়। ঘর থেকে বের হয়ে দেখতে পান বসতঘরের জানালায় দুটি গুলি চালিয়ে গ্লাস ভেঙে ফেলেছে দুর্বৃত্তরা। পরে থানায় জানালে পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন।
তিনি আরও বলেন, আমরা বিএনপির রাজনীতির সাথে জড়িত। কিছুদিন ধরে রাতে অপরিচিত কিছু লোকজন আমাদের বাসার নিচে এসে গালিগালাজ করছে। আতঙ্ক ছড়ানোর জন্য তাদের বসতঘরের কাঁচের জানালায় গুলি চালানো হয়েছে। এ ঘটনায় যে বা যারা এর সাথে জড়িত তাদেরকে সুষ্ঠু তদন্তের মাধ্যমে বের করার জন্য প্রশাসনের সহযোগিতার কামনা করেন বিএনপি নেতা মাসুদুর রহমান।
এ ঘটনার পর এলাকাবাসী ও প্রতিবেশিদের মধ্যেও আতঙ্ক বিরাজ করছে। তদন্ত সাপেক্ষে প্রকৃত আসামীদের গ্রেপ্তারের দাবি জানান তারা।
এ বিষয়ে নবাবগঞ্জ থানার ওসি সিরাজুল ইসলাম শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। গুলি চালানোর বিষয়টি তদন্ত করা হচ্ছে।