সিনিয়র প্রতিবেদক :
ঢাকার দোহার উপজেলার বটিয়া এলাকার আঞ্চলিক সড়কে মোটরসাইকেল-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে কে.এম আরিফ (৩৫) নামে এক এনজিও কর্মী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ আগষ্ট) সকাল দুপুরের দিকে উপজেলার বটিয়া এলাকার আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আরিফ নেত্রকোনা সদরের মুনায় আকবর খানের ছেলে। সে শক্তি ফাউন্ডেশনের ইউসূফপুর শাখার এসএমই অফিসার হিসেবে কর্মরত ছিলেন বলে জানা গেছে।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায় বৃহস্পতিবার সকালে দোহার বাজার হতে মটরসাইকেল যোগে জয়পাড়া যাচ্ছিলেন এনজিও কর্মী আরিফ। পথে বটিয়া এলাকায় অপরদিক থেকে আসা একটি ইজিবাইকের সাথে মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা আহত আরিফকে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এ ঘটনার খবর পেয়ে দোহার থানা পুলিশ স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে নিহতের লাশ থানায় নিয়ে আসেন।
এ বিষয় দোহার থানার উপ-পরিদর্শক মো. হাসান জানান, নিহতের লাশ থানায় নিয়ে আসা হয়েছে। তার পরিবারের সদস্যরা আসলে পরবর্তী আইনগত সিদ্ধান্ত নেয়া হবে।