দানিচ খান জুয়েল, সৌদি আরব ও মধ্যপ্রাচ্যের সিনিয়র প্রতিবেদক :
সৌদি আরবের দাম্মাম শহরে বাংলাদেশ দূতাবাসের কনস্যূলার সেবা প্রদান শুরু হয়েছে। শুক্রবার (২৮ জুলাই) সকাল থেকে এ সেবা প্রদান শুরু হয়েছে। এ সময় অভিবাসীদের ইকামার মেয়াদ বৃদ্ধির জন্য পাসপোর্ট নবায়ন, পাসপোর্ট রি-ইস্যু ও পাসপোর্ট সংক্রান্ত বিভিন্ন সেবা প্রদান করা হয়।
দূতাবাস সূত্রে জানা যায়, দূতাবাসের শ্রম উইংয়ের পক্ষ থেকে স্পেশাল এক্সিট প্রোগ্রামের আওতায় হূরুব প্রাপ্ত, ইকামা বিহীন, ইকামার মেয়াদোত্তীর্ণ ও এক্সিট ভিসায় মেয়াদোত্তীর্ণ অভিবাসীদের আইনগত সহায়তা প্রদান করা হয়। এ ছাড়াও অভিবাসীদের প্রবাসী কল্যাণ কার্ডের জন্য নিবন্ধন করা হয় ও প্রবাসী কল্যাণ কার্ড বিতরণ করা হয়।
আরও জানা যায়, সেবা গ্রহণ করতে আসা স্থানীয় প্রবাসীদের সৌদি আরবের আইন কানুন মেনে চলার পরামর্শ দেয়া হয়। এছাড়াও বিভিন্ন বিষয়ে সমস্যাগ্রস্ত অভিবাসীদের প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হয়। একইসাথে প্রবাসীদের জন্য সরকারের বিভিন্ন সুবিধার কথা ও অভিবাসীদের কাছে প্রচার করা হয়।
দূতাবাসে সোনালী ব্যাংকের পক্ষ থেকে একাউন্ট খোলা, বন্ড করাসহ বিভিন্ন সেবা প্রদান করা হচ্ছে। কনস্যূলার সেবা শনিবার ২৯ জুলাই বিকাল ৪টা পর্যন্ত প্রদান করা হবে।