সিনিয়র প্রতিবেদক :
ঢাকার দোহার উপজেলায় অগ্নিকান্ডে বসতঘরসহ মোট তিনটি ঘর আগুনে পুড়ে ভূস্মিভূত হওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৭ জুলাই) দিবাগত রাত ১২ টার দিকে উপজেলার বানাঘাটা এলাকায় মামুন মোল্লার বাড়িতে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্থ মামুন মোল্লা জানান, রাত ১২ টার দিকে হঠাৎ ঘরে ভেতর আগুন দেখতে পেয়ে দ্রুত পরিবারের সবাইকে নিয়ে বাহিরে বেড়িয়ে আসি। এ সময় কোন কিছু বুঝে উঠার আগেই আগুনের তিব্রতা বাড়তে থাকে। পরে আমাদের ডাক চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করেন।
এ ঘটনায় দোহার ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দিলে দ্রুত ঘটনাস্থলে আসেন দোহার ফায়ার সার্ভিস ও দোহার থানা পুলিশের এসআই সাইফুল ইসলাম। ততক্ষণে আগুনের লেলিহান শিখায় আরও দুইটি ঘর পুড়ে ভূস্মিভূত হয়ে যায়। ফায়ার সার্ভিসের দল প্রায় এক ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। এই ঘটনায় তিনটি ঘরসহ প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্থ পরিবার।
ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, ঘরের ভেতরে থাকা গ্যাস সিলিন্ডার থেকে এ অগ্নিকান্ডের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে।