সিনিয়র প্রতিবেদক :
ঢাকার দোহার উপজেলায় পুলিশের অভিযানে মোঃ ইসরাফিল (৪৫) ও আব্দুল হক (৩৫) নামের দুই মাদক ব্যবসায়ীকে ২ হাজার পিছ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করেছে দোহার থানা পুলিশ। সোমবার (২৪ জুলাই) দুপুরে উপজেলার চরকুশাইচর ও পূর্ব শিলাকোঠা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার (২৫ জুলাই) বিকেলে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে দোহার থানা পুলিশ সাংবাদিকদের এ তথ্য দেন।
পুলিশ সূত্রে জানা যায়, দোহার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোস্তফা কামাল এর নেতৃত্বে এএসআই নান্টু কৃষ্ণ মজুমদারসহ সঙ্গীয় ফোর্সের সহায়তায় উপজেলার চরকুশাইচর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মোঃ ইসরাফিল ও পূর্ব শিলাকোঠা এলাকার মাদক ব্যবসায়ী আব্দুল হককে গ্রেপ্তার করে। পরে তাদের কাছে থেকে ২ হাজার পিছ নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
দোহার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোস্তফা কামাল বলেন, গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।