নবাবগঞ্জ থেকে সিনিয়র প্রতিবেদক :
“নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ঢাকার নবাবগঞ্জ উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৩ উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (২৫ জুলাই) সকাল ১১টার দিকে এ দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালী বের করেন নবাবগঞ্জ উপজেলা মৎস্য অফিস।
র্যালীটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সভা কক্ষে এসে সংক্ষিপ্ত আলোচনা সভা ও পুরষ্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হয়। এ বছর শ্রেষ্ঠ মৎস্য চাষীর পুরষ্কার লাভ করেন বঙ্গবন্ধু জাতীয় কৃষি পদক প্রাপ্ত প্রতিষ্ঠান নিপু ট্রেডার্সের কর্ণধর অনুপম দত্ত নিপু।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা কারিশমা আহমেদ জাকসি, নবাবগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভ‚মি) মো. আ. হালিম, নবাবগঞ্জ উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী মো. অহিদুল ইসলাম, নবাবগঞ্জ উপজেলার শ্রেষ্ঠ মৎস্য চাষী ও বঙ্গবন্ধু জাতীয় কৃষি পদক প্রাপ্ত প্রতিষ্ঠান নিপু ট্রেডার্সের কর্ণধর অনুপম দত্ত নিপু প্রমুখ।