সিনিয়র প্রতিবেদক :
রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় র্যাব-১০ এর অভিযানে ১টি বিদেশী পিস্তল, ১টি রিভলবার, ২টি ম্যাগজিন, ১টি মোবাইল ফোন ও নগদ ২১ হাজার ৯১০ টাকা উদ্ধারসহ অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসী ছাব্বির হোসেন ওরুফে ঠ্যাক ছাব্বির’কে গ্রেপ্তার করেছে র্যাব। সোমবার (২৪ জুলাই) দুপুরে ঢাকার যাত্রাবাড়ী থানাধীন গোলাপবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মোঃ ছাব্বির হোসেন @ ঠ্যাক ছাব্বির ঢাকার যাত্রাবাড়ির ৩৫/২ এর উত্তর গোলাপবাগ এলাকার মোঃ ইসহাক মিয়া এর ছেলে বলে জানায় র্যাব। সোমবার (২৪ জুলাই) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে র্যাব-১০ এ তথ্য জানান।
প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, সোমবার দুপুর ১২টার দিকে র্যাব-১০ এর একটি আভিযানিক দল রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন গোলাপবাগ এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে একটি অভিযান পরিচালনা করে ১টি বিদেশী পিস্তল, ১টি রিভলবার, ১টি মোবাইল ফোন ও নগদ ২১ হাজার ৯১০ টাকা উদ্ধারসহ একজন অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেপ্তার করে র্যাব-১০।