সিনিয়র প্রতিবেদক :
ঢাকার শ্যামপুরে র্যাব-১০ এর অভিযানে চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার পলাতক আসামী মোঃ নুর ইসলাম (৩৭) ও মোঃ সুমন (৩৫) নামের দুইজনকে গ্রেপ্তার করেছে র্যাব-১০। রবিবার (২৩ জুলাই) তাদের দুইজনকে রাজধানীর শ্যামপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের নিকট থেকে ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
সোমবার (২৪ জুলাই) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে র্যাব-১০ এ তথ্য জানান।
র্যাব সূত্রে জানা যায়, ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানার মামলা নং-৪৪/৭০৫ ধারায় ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৭/৯(৩)/৩০ একটি গণধর্ষণ মামলা দায়ের হয়। এরই প্রেক্ষিতে র্যাব-১০ একটি ছায়াতদন্ত শুরু করলে তথ্য প্রযুক্তির সহযোগিতায় রবিবার রাত ৯টার দিকে র্যাব-১০ এর একটি আভিযানিক চৌকশদল গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার শ্যামপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করে গণধর্ষণ মামলার পলাতক আসামী দুইজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
গ্রেপ্তারকৃত আসামী মোঃ নুর ইসলাম মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার তেওতা এলাকার মৃত দানের আলী শেখ এর পুত্র ও অপরজন মোঃ সুমন মাদারীপুর জেলার মাদারীপুর সদর উপজেলার হোসনাবাদ এলকার মোঃ মিয়া হোসেন এর ছেলে বলে জানান র্যাব-১০।