সিনিয়র প্রতিবেদক :
ঢাকার দোহার ও নবাবগঞ্জে সড়ক দূর্ঘটনা বৃদ্ধি পাওয়ায় গাড়ির রেজিষ্ট্রেশন, ফিটনেস, চালকদের ড্রাইভিং লাইসেন্স যাচাই ও মহাসড়কে অবৈধ যানবাহন চলাচল রোধে এবং মোটর সাইকেল চালক ও আরোহীদের হেলমেট ব্যবহারে উদ্বুদ্ধকরণের বিশেষ ট্রাফিক অভিযান পরিচালনা করেন সিনিয়র সহকারী পুলিশ সুপার ও দোহার সার্কেল এএসপি মো: আশরাফুল আলম। বৃহস্পতিবার (২০ জুলাই) দুপুরে উপজেলার দোহার বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় অভিযানে ২ টি ট্রাক, ২ টি বালুবাহী ট্রলি ও ১৮ টি মোটরসাইকেলকে ২১ হাজার টাকা নগদ অর্থদন্ড, ৬ টি মামলায় সড়ক আইনে ১৮ হাজার টাকা অর্থদন্ডসহ মোট ৩৯ হাজার টাকা জরিমানা করা হয়।
পুলিশের এ অভিযানে ৩ টি মোটরসাইকেলের বৈধ কাগজপত্র না থাকায় সেগুলোকে দোহার থানায় জব্দ করে রাখা হয়। এছাড়াও প্রায় অর্ধ শতাধিক মোটরসাইকেল আরোহীকে তাৎক্ষণিকভাবে হেলমেট পরিধান করা নিশ্চিত করানো হয়।
এ সময় অভিযানে দোহার ও নবাবগঞ্জ থানার পুলিশ সদস্যগণ ও ট্রাফিক বিভাগের সদস্যগণ উপস্থিত ছিলেন। সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে পুলিশের নিয়মিত অভিযানের পাশাপাশি বিশেষ অভিযান চলমান থাকবে বলেও জানান পুলিশ সুপার।
সম্মানিত নাগরিকবৃন্দের নিকট বিনীত অনুরোধ-
* সড়কে ট্রাফিক আইন মেনে চলুন
* নিজের ও আরোহীদের নিরাপত্তা নিশ্চিত করুন
* গাড়ির বৈধ কাগজপত্র সাথে রাখুন
* গাড়ির গতিসীমা সীমিত রাখুন
* শিশু বা অপ্রাপ্তবয়স্কদের দ্বারা গাড়ি চালানো থেকে বিরত থাকুন
বিনীত
এএসপি মো: আশরাফুল আলম,
সিনিয়র সহকারী পুলিশ সুপার,
দোহার সার্কেল, ঢাকা।