সিনিয়র প্রতিবেদক :
ঢাকার যাত্রাবাড়ী, কদমতলী, খিলগাঁও ও কেরাণীগঞ্জ এলাকায় অনুমোদনহীন নকল বৈদ্যুতিক তার, রং, প্রসাধনী, ডিটারজেন্ট ও ভেজাল আয়ুর্বেদিক উৎপাদন, মজুদ এবং বিক্রি করার অপরাধে বিভিন্ন প্রতিষ্ঠানকে ১৮ লক্ষ ৬০ হাজার টাকা জরিমানা এবং ৫ জনকে কারাদন্ড দিয়েছেন র্যাব- ১০ এর ভ্রাম্যমাণ আদালত ।
বুধবার (১৯ জুলাই) র্যাব এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাজহারুল ইসলাম ও র্যাব-১০ এর সমন্বয়ে একটি আভিযানিক দল এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
বৃহস্পতিবার (২০ জুলাই) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে র্যাব এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাজহারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
কারাদন্ডপ্রাপ্তদের মধ্যে আল্ট্রাটেক হাইটেক ইন্ডাষ্ট্রিজ তাদের জরিমানা প্রদানে ব্যর্থ হলে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতিষ্ঠানের মোঃ আসিফ মিয়া (২৫), মোঃ তুহিন (২৩), মোঃ ইমরান হাসান (৩৬), তাহসিম (১৯) ও লাল্টু হাওলাদার (২৩), সর্ব জেলা মাদারীপুরদের প্রত্যেকে ৬০ দিন করে কারাদন্ড প্রদান করেন।
প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব-১০ জানান, র্যাব এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাজহারুল ইসলাম ও র্যাব-১০ এর সমন্বয়ে একটি আভিযানিক দল ঢাকার যাত্রাবাড়ী, কদমতলী, খিলগাঁও ও কেরাণীগঞ্জ এলাকায় ভ্রাম্যমান আদালতের বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় বিএসটিআই এর প্রতিনিধির উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালত অনুমোদনহীন নকল বৈদ্যুতিক তার, ডিটারজেন্ট, রং, প্রসাধনী, ও ভেজাল আয়ুর্বেদিক উৎপাদন, মজুদ ও বিক্রি করার অপরাধে ৬টি প্রতিষ্ঠানকে সর্বমোট ১৮ লক্ষ ৬০ হাজার টাকা জরিমানা প্রদান করেন।
র্যাব আরও জানান, জরিমানাকৃতদের মধ্যে আল্ট্রাটেক হাইটেক ইন্ডাষ্ট্রিজ কেরাণীগঞ্জ’কে নগদ ১০ লক্ষ টাকা, তৃপ্তি আয়ুর্বেদিক দাওয়াখানা কেরাণীগঞ্জ’কে নগদ ২ লক্ষ ৬০ হাজার টাকা, আশা কসমেটিক্স কেরাণীগঞ্জ’কে নগদ ১ লক্ষ টাকা, মেসার্স কহিনুর ক্যাবল্স কদমতলী’কে নগদ ১ লক্ষ টাকা, তিতাশ ক্যাবল্স খিলগাও’কে নগদ ২ লক্ষ টাকা ও হাবিব কনজিউমার প্রোডাক্টস যাত্রাবাড়ী’কে নগদ ২ লক্ষ টাকা করে জরিমানা প্রদান করেন।
এছাড়া ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এর নির্দেশে আনুমানিক ১ লক্ষ টাকা মূল্যের অনুমোদনহীন নকল বৈদ্যুতিক তার, ডিটারজেন্ট, রং, প্রসাধনী, ও ভেজাল আয়ুর্বেদিক জব্দ করে ধ্বংস করা হয় এবং কারাদন্ড প্রাপ্ত আসামীদেরকে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়।