সিনিয়র প্রতিবেদক :
ঢাকার দোহারে ট্রাকের চাপায় মানিক খান (২২) নামের ওই একই ট্রাকের শ্রমিক চাপা পড়ে নিহত হওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৮ জুলাই) দুপুরে লটাখোলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মানিক উপজেলার জামালচর গ্রামের জামাল খানের ছেলে বলে জানা গেছে।
প্রতক্ষ্যদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, লটাখোলা এলাকার নোয়াব আলীর জমিতে মাটি ভরাটের কাজ চলছিলো। এ সময় দুপুরে একটি ট্রাক বালু ফেলতে আসলে চালক ট্রাকটি পেছন দিকে নেয়ার সময় ওই একই ট্রাকের শ্রমিক মানিক ট্রাকটির নিচে চাপা পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
এ বিষয়ে দোহার থানার ওসি মোঃ মোস্তফা কামাল বলেন, এ ঘটনার খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন করে। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ পেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।