সিনিয়র প্রতিবেদক:
ঢাকার নবাবগঞ্জ উপজেলায় অটোরিক্সার ধাক্কায় আক্কাছ আলী তালুকদার (৬২) নামের এক বৃদ্ধের মৃত্যুর ঘটনা ঘটেছে। বুধবার (১২ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার নিমতলা কালিমন্দির সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। মৃত আক্কাছ আলী দোহার উপজেলার মধ্য লটাখোলা গ্রামের মৃত রহম আলী তালুকদারের ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার সকাল সাড়ে ১১ টার দিকে নবাবগঞ্জ সদরের নিমতলা কালি মন্দিরের সামনে রাস্তা পারাপারের সময় একটি ব্যাটারি চালিত অটোরিক্সার সাথে আক্কাছ আলী ধাক্কা লেগে সিটকে পরে যায়। এ সময় সেখানেই গুরুত্বর আহত হন তিনি। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
এ ঘটনায় নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম শেখ জানান, নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।