23 C
Dhaka
শুক্রবার, এপ্রিল ১১, ২০২৫

সুইডেনে কুরআন অবমাননার প্রতিবাদে দোহারে বিক্ষোভ মিছিল

spot_img

আরো সংবাদ

spot_img
spot_img

নিজস্ব প্রতিবেদক :
ঢাকার দোহার উপজেলায় সুইডেনে কুরআন অবমাননার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ দোহার উপজেলা শাখা। শুক্রবার (৭ জুলাই) বাদ জুমআ জয়পাড়া বাজার মসজিদের সামনে থেকে এ বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে জয়পাড়ার রতন চত্বর মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ ও মুনাজাত করে শেষ হয়।

এ সময় সমাবেশে বক্তারা বলেন, গত (২৮ জুন ) ঈদুল আজহার দিন, রাজধানী স্টকহোম কেন্দ্রীয় মসজিদের বাইরে মুসলমানদের পবিত্র ধর্মেগ্রন্থ পোড়ানোর অনুমতি দেয়ায় সুইডিশ সরকারের বিরুদ্ধে আজ আমাদের এই প্রতিবাদ। এমন ঘটনা বিশ্বেও মুসলমানদের হৃদয় আঘাত করে যাচ্ছেন দেশটি। সুইডেনে গত কয়েক বছরে বেশ নিয়মিত হয়ে উঠছে কোরআন পোড়ানোর এমন দৃশ্য। আমরা এর তীব্র ও প্রতিবাদ জানাচ্ছি।

বিক্ষোভ সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ দোহার থানা শাখার সভাপতি মোঃ কামাল হোসেন মাস্টার ও সেক্রেটারি সুলাইমান বেপারীর নেতৃত্বে বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন জয়েন্ট সেক্রেটারি মো. আব্দুল মালেক, এসিস্ট্যান্ট সেক্রেটারী মাওলানা যুবায়ের আহমাদ সাকী, সাংগঠনিক সম্পাদক হাফেজ মো. তাওহীদুল ইসলাম, পৌরসভা শাখার সেক্রেটারী আমজাদ হোসেন, ইসলামী যুব আন্দোলন দোহার থানা শাখা সভাপতি হাফেজ মতিউর রহমান মোল্লা, সাধারণ সম্পাদক হাফেজ মো. আল আমিন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ দোহার থানা শাখা সভাপতি মো. জামাল হোসেনসহ সংগঠনের নেতাকর্মী ও সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমান।

spot_img
spot_img

জনপ্রিয় সংবাদ

spot_img
spot_img

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
ক্যাপচা ব্যবহারকারীর স্কোর ব্যর্থ হয়েছে। আমাদের সাথে যোগাযোগ করুন!
error: Content is protected !!