27 C
Dhaka
সোমবার, জুলাই ৭, ২০২৫

নবাবগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে দোকানঘর ভাঙচুরের অভিযোগ

spot_img

আরো সংবাদ

spot_img
spot_img

নবাবগঞ্জ থেকে সিনিয়র প্রতিবেদক :
ঢাকার নবাবগঞ্জ উপজেলায় একটি অর্ধনির্মিত টিনকাঠের দোকানঘর ভাঙচুর করে অন্যত্র সরিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে বাহ্রা ইউনিয়ন যুবলীগের সভাপতি রাজু আহমেদ এর বিরুদ্ধে। শুক্রবার (৭ জুলাই) ভোরের দিকে উপজেলার কাশিমপুর এলাকার ওয়ান ব্যাংকের উল্টো দিকে এ ঘটনা ঘটে।

দোকানঘর ও জায়গার মালিক আব্দুল রশিদ অভিযোগ করে বলেন, কাশিমপুর মৌজার আরএস দাগ নং ৩৪৫ যাহার জমির পরিমান ১৬ শতাংশ ও ৩৪৬ নং দাগের ৩ শতাংশসহ মোট ১৯ শতাংশ জমি মতিউর রহমানের কন্যা হাবিবা রহমানের ওয়ারিশ সূত্রে প্রাপ্ত হয়ে আমার কাছে সাব-কবলা দলিল মূলে বিক্রি করেন। যার দলিল নং-২২০৬ এবং তারিখ ২৭/০৩/২০১২ইং।

আব্দুল রশিদ বলেন, হাবিবা রহমানের দুই সহোদর মিজানুর রহমান পনির ও সাহানুর রহমান স্থানীয় কিছু অসাধু ব্যক্তিদের যোগসাজসে জমি বিক্রি করেনি মর্মে বোনকে দিয়ে প্রতারণার উদ্দেশ্যে আমাকে বার বার হয়রানি করছে। আমি আমার ক্রয়কৃত জমির উপর কিছু অংশে দোকাটপাট নির্মাণ করে ভাড়া দিয়ে আসছি।

তিনি আরও বলেন, ঐ জমির বাকী অংশে টিনকাঠের দোকানঘর নির্মাণ কাজ করছিলাম। কিন্তু শুক্রবার ভোরে হাবিবার ভাই মিজানুর রহমান পনির এর নেতৃত্বে বাহ্রা ইউনিয়ন যুবলীগের সভাপতি রাজু আহমেদের সহায়তায় আরও ৫০/৬০ জনলোক নিয়ে নির্মাণ করা দোকানঘর ভেঙে ট্রাকে করে অন্যত্র সরিয়ে নিয়ে যায়। এমন সংবাদ পেয়ে জায়গায় এসে আমার দোকানঘর ভাঙচুর করতেছে দেখে তাৎক্ষনিক ভাবে আমি ৯৯৯ সেবায় ফোন করলে সবাই পালিয়ে যায়। পরে নবাবগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে এসে সব আলামত দেখে আমাকে থানায় যেতে বলে।

এ বিষয়ে বাহ্রা ইউনিয়ন যুবলীগের সভাপতি রাজু আহমেদ বলেন, এ ঘটনায় আমার কোন সম্পৃক্ততা নেই। ঘটনাস্থলেও আমি যাইনি। এ ঘটনায় আমাকে জড়ানো হচ্ছে।

এ বিষয়ে নবাবগঞ্জ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নুরে-আলম বলেন, তদন্ত করে দেখব সে জড়িত কিনা। তবে প্রমান মিললে দল থেকে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় শুক্রবার দুপুরে মিজানুর রহমান পনির এর ব্যবহৃত মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি।

এ বিষয়ে নবাবগঞ্জ থানার সেকেন্ড অফিসার, উপ-পরিদর্শক অজিত কুমার রায় বলেন, সংবাদ পেয়েই আমরা ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। কিন্তু সেখানে কোন দোকানঘর দেখিনি ও কাউকে ভাঙচুর করতেও দেখিনি। তবে কিছু পাকা খাম-খুটি পড়ে থাকতে দেখেছি। সেগুলোর ছবি তুলে নিয়ে এসেছি। তদন্তের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে।

spot_img
spot_img

জনপ্রিয় সংবাদ

spot_img
spot_img

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
ক্যাপচা ব্যবহারকারীর স্কোর ব্যর্থ হয়েছে। আমাদের সাথে যোগাযোগ করুন!
error: Content is protected !!