26 C
Dhaka
মঙ্গলবার, জুলাই ৮, ২০২৫

দোহারের বৌ-বাজার নদীতে নারীর লাশ উদ্ধার

spot_img

আরো সংবাদ

spot_img
spot_img

সিনিয়র প্রতিবেদক :
ঢাকার দোহার উপজেলার পৌরসভার বৌ-বাজার টানাব্রীজ সংলগ্ন নদীতে হোসনেয়ারা বেগম (৫০) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে দোহার থানা পুলিশ। বৃহস্পতিবার (৬ জুলাই) দুপুরে উপজেলার খালপাড় এলাকা থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। মরদেহটি ওই গ্রামের শাহাদাত হোসেনের স্ত্রী।

পুলিশ সূত্রে জানা যায়, এলাকার লোকজন লাশ উদ্ধারকৃত নারীকে নদীতে ঝাঁপ দিতে দেখেছে। তবে কেউ বুঝতে পারেননি আতœহত্যার জন্য নদীতে ঝাঁপ দিয়েছেন তিনি। পরে নদীতে একটি ভাসমান লাশ দেখতে পেয়ে দোহার থানা পুলিশকে খবর দিলে তাৎক্ষনিক ভাবে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে দোহার থানায় নিয়ে আসে। এ খবর জানতে পেরে পরিবারের লোকজন থানায় গিয়ে লাশ সনাক্ত করেন।

ওই নারীর ছেলে ইফতেখার বলেন, আমার মায়ের মানসিক সমস্যা ছিল। কয়েকদিন ধরে মা বলছিল আমি পানিতে ঝাঁপ দিয়ে মারা যাব। কিন্তু আমারা বিষয়টি স্বাভাবিক ভাবে নিলেও আজ মায়ের লাশ পার্শ্ববর্তী নদীতে পাওয়া যায়। এটা কিভাবে হয়েছে আমরা কিছু বুঝতে পারছি না।

এ বিষয়ে দোহার-নবাবগঞ্জ সার্কেল এএসপি আশরাফুল আলম জানান, লাশের খবর পেয়েই ঘটনাস্থল পরিদর্শণ করে লাশ উদ্ধার করা হয়েছে। পরিবারের কাছে থেকে জেনেছি মৃত নারীর মানসিক সমস্যা ছিল। তবে এখন পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

spot_img
spot_img

জনপ্রিয় সংবাদ

spot_img
spot_img

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
ক্যাপচা ব্যবহারকারীর স্কোর ব্যর্থ হয়েছে। আমাদের সাথে যোগাযোগ করুন!
error: Content is protected !!