26 C
Dhaka
মঙ্গলবার, জুলাই ৮, ২০২৫

ফরিদপুরের বাখন্ডা বাজারে র্দুর্ধষ ডাকাতির ঘটনায় আট ডাকাত গ্রেপ্তার

spot_img

আরো সংবাদ

spot_img
spot_img

সিনিয়র প্রতিবেদক :
বহুল আলোচিত ফরিদপুরের বাখন্ডা বাজারে র্দুর্ধষ ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত চক্রের সর্দারসহ ৮ ডাকাতকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০ এর একটি অভিযানিক দল। সোমবার (৩ জুলাই) ও মঙ্গলবার (৪ জুলাই) ঢাকার শ্যামপুর, লালবাগ, কামরাঙ্গীরচর, শ্যামলী, দক্ষিন কেরাণীগঞ্জ ও মাদারীপুর এলাকা হতে তাদের গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (৪ জুলাই) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান র‌্যাব-১০।

গ্রেপ্তারকৃতরা হলেন, পটুয়াখালী জেলার আন্তঃজেলা ডাকাত চক্রের সর্দার মোঃ ইসমাইল সরদার @ লিটন (৩৮), মাদারীপুর জেলার মোঃ মামুন সরদার (৩০), মোঃ সুমন মাতুব্বর (৪৫), মোঃ আব্দুল্লাহ আল মামুন (৩৩), ঢাকা জেলার শেখ জাহাঙ্গীর (৫২), ফরিদপুরের জলিল @ সম্পদ বেপারী (৩৫), মোঃ হারুন (৫৫), শরীয়ত পুরের রুবেল মোল্লা (৩৪)।

প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব-১০ জানায়, গত শনিবার (২৭ মে) রাত আনুমানিক দুইটার দিকে দেশীয় অস্ত্রসহ অজ্ঞাতনামা ১২/১৪ জনের একটি ডাকাত দল ডাকাতি করার উদ্দেশ্যে ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন বাখুন্ডা বাজারের নৈশ্য প্রহরীদের উপর অতর্কিত হামলা করে। পরে ডাকাতরা নৈশ্য প্রহরীদের দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে তাদের চোখ, মুখ, হাত ও পা বেঁধে মারধর করে আহত অবস্থায় সবাইকে বাজারের নতুন গলিতে বেঁধে রাখে। পরবর্তীতে ডাকাত দল বাজারের স্বর্ণের দোকান, মুদি দোকান, ইলেক্ট্রনিক্সের দোকনসহ বেশকয়েকটি দোকানের বিপুল পরিমান সম্পদ ডাকাতি করে পলিয়ে যায়।

এ ঘটনায় ডাকাতি হওয়া দোকানের মালিকরা বাদী হয়ে ফরিদপুর জেলার কোতয়ালী থানায় অজ্ঞাতনামা ১২/১৪ ডাকাতদের বিরুদ্ধে একটি ডাকাতি মামলা দায়ের করেন। যার মামলা নম্বর- ১১৪, তাং- ২৯/০৫/২০২৩ খ্রিঃ, ধারা- ৩৯৫/৩৯৭ পেনাল কোড।

এরই ধারাবাহিকতায় র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০) ডাকাতির সাথে জড়িত আসামিদের গ্রেপ্তারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি ও ছায়া তদন্ত শুরু করে। পরে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১০ এর একটি অভিযানিক দল বিশেষ অভিযান পরিচালনা করে ঢাকার শ্যামপুর, লালবাগ, কামরাঙ্গীরচর, শ্যামলী, দক্ষিন কেরাণীগঞ্জ ও মাদারীপুর এলাকা থেকে তাদের আটজনকে গ্রেপ্তার করে।

এ সময় তাদের কাছে থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি কাটার ম্যাশিন, ককটেল তৈরির সালফার, রুপার অলংকার ও ১৭ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

র‌্যাব-১০ আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামীরা আন্তঃজেলা ডাকাত চক্রের সক্রিয় সদস্য ও ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন বাখন্ডা বাজার ডাকাতির সাথে তাদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। তারা বেশ কিছুদিন যাবৎ ঢাকা, মানিকগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ ও রাজবাড়ীসহ দেশের বিভিন্ন এলাকায় ডাকাতির অভিপ্রায়ে অস্ত্রের ভয় দেখিয়ে স্বর্ণালংকার, টাকা ও অন্যান্য মূল্যবান সম্পদ ডাকাতি করে আসছিল। তারা ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে, বরিশাল-ফরিদপুর, মাওয়া- গোপালগঞ্জসহ বিভিন্ন আন্তঃজেলা মহাসড়ক এর বিভিন্ন এলাকায় বাস-ট্রাকসহ বিভিন্ন প্রকার যানবাহন থামিয়ে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে মানুষের নিকট হতে টাকা পয়সা স্বণালংকারসহ বিভিন্ন জিনিসপত্র ডাকাতি করে আসছিল। গ্রেপ্তারকৃত ডাকাতদের প্রত্যেকের বিরোদ্ধে বিভিন্ন থানা বিভিন্ন অপরাধের কারণে ২/৩ টি মামলা রয়েছে।

spot_img
spot_img

জনপ্রিয় সংবাদ

spot_img
spot_img

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
ক্যাপচা ব্যবহারকারীর স্কোর ব্যর্থ হয়েছে। আমাদের সাথে যোগাযোগ করুন!
error: Content is protected !!