নিজস্ব প্রতিবেদক :
রাজধানীর যাত্রাবাড়ী এলাকা র্যাবের অভিযানে ১০ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-১০। গ্রেফতারকৃতরা হলেন, মোঃ আব্দুল মালেক (৫০), মোঃ সাইফুল (৩১) ও মোঃ ফয়সাল (২৫) বলে জানা গেছে।
রবিবার (২ জুলাই) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে র্যাব-১০ এ কথা নিশ্চিত করেন।
র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১০ এর একটি আভিযানিক দল ঢাকার দক্ষিণ যাত্রাবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে আনুমানিক তিন লক্ষ টাকা মূল্যের ১০ কেজি গাঁজাসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছে থেকে ৪টি মোবাইল ফোন ও নগদ নয়শত আশি টাকা উদ্ধার করা হয় ।