26 C
Dhaka
বৃহস্পতিবার, জুলাই ১০, ২০২৫

পবিত্র হজের আনুষ্ঠানিকতা শেষে মদিনায় পৌঁছেছেন রাষ্ট্রপতি

spot_img

আরো সংবাদ

spot_img
spot_img

দানিচ খান জুয়েল, সৌদি আরব ও মধ্যেপ্রাচ্যের সিনিয়র প্রতিবেদক :
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পবিত্র হজের আনুষ্ঠানিকতা শেষ করে বর্তমানে তিনি হযরত মুহাম্মদ (সা.) এর রওজা মোবারক জিয়ারত করবেন বলে মদিনায় পৌঁছেছেন। স্থানীয় সময় শুক্রবার (৩০ জুন) রাত সাড়ে নয়টায় তিনি ও তাঁর পরিবারের সদস্যরা মদিনায় পৌঁছান।

হযরত মোহাম্মদ (সাঃ) এর রওজা মোবারক জিয়ারত শেষ করে রাষ্ট্রপতি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইটে (বিজি-৩৩৮) রবিবার (২ জুলাই) মদিনার প্রিন্স মোহাম্মদ বিন আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করবেন।

জানা যায়, রাষ্ট্রপতি সাহাবুদ্দিন হজ পালনের উদ্দেশে দশ দিনের সফরে রাজকীয় অতিথি হিসেবে সৌদি আরবে আসেন গত ২৩ জুন। হজের আনুষ্ঠানিকতার অংশ হিসেবে এর আগে রাষ্ট্র প্রধান তাঁর সহধর্মিনী ড. রেবেকা সুলতানা এবং পরিবারের অন্যান্য সদস্যদের সাথে ২৪ জুন রাজকীয় অতিথি হিসেবে ওমরাহ পালন করেন।

রাষ্ট্রপতি এবং তাঁর পরিবারের সদস্যরাসহ ২৬ জুন সোমবার রাষ্ট্রীয় প্রটোকলে মিনায় যান। পরে তিনি ২৭ জুন আরাফাতের ময়দানে যান। রাষ্ট্রপতি সাহাবুদ্দিন অন্যান্য হাজীদের ন্যায় পবিত্র হজ প্রক্রিয়ার অংশ হিসেবে সেখানে পুরো দিন কাটিয়ে পবিত্র হজের সকল আনুষ্ঠানিকতা পালন করেন।

spot_img
spot_img

জনপ্রিয় সংবাদ

spot_img
spot_img

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
ক্যাপচা ব্যবহারকারীর স্কোর ব্যর্থ হয়েছে। আমাদের সাথে যোগাযোগ করুন!
error: Content is protected !!