26 C
Dhaka
রবিবার, এপ্রিল ২০, ২০২৫

লায়ন মো: লুৎফর রহমান এমজেএফ এর আহ্বানে “মিট দ্যা লিডার্স প্রোগ্রাম” অনুষ্ঠিত

spot_img

আরো সংবাদ

spot_img
spot_img

বিপ্লব ঘোষ :
লায়ন ডিস্ট্রিক্ট ৩১৫বি১ বাংলাদেশ এর নির্বাচিত ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন মো. লুৎফর রহমান এমজেএফ এর আহ্বানে মিট দ্যা লিডার্স প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। গত ২২শে জুন বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর গুলশান ক্লাবে এ অনুষ্ঠান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লায়নিজমের গর্ব সদ্য প্রাক্তন আন্তর্জাতিক পরিচালক লায়ন কাজী আকরাম উদ্দিন আহমেদ পিএমজেএফ ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়নিজমের সর্বাধিক জনপ্রিয় ব্যক্তিত্ব প্রাক্তন আন্তর্জাতিক পরিচালক লায়ন শেখ কবির হোসেন পিএমজেএফ এবং আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চেয়ারম্যান এরিস্টোফার্মা ও পিডিজি ফোরামের সন্মানিত চেয়ারম্যান এম এ হাসান।

মিট দ্যা লিডারস অর্গানাইজিং কমিটির চেয়ারম্যান লায়ন মশিউর আহমেদ এর সঞ্চালনায় ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন মো. লুৎফর রহমান এমজেএফ লায়ন বর্ষ ২০২৩- ২০২৪এর কর্ম পরিকল্পনা উপস্থাপন করেন ও লায়ন বর্ষের নিম্নোক্ত বিভিন্ন কমিটি ঘোষনা করেন।

ডিস্ট্রিক্ট গভর্নর অনারী কমিটির প্রধান উপদেষ্টা-পিআইডি লায়ন শেখ কবির হোসেন পিএমজেএফ, উপদেষ্টা- পিডিজি নাজমুল হক পিএমজেএফ, পিসিসি ইন্জিনিয়ার ইকবাল এইচ খান, পিসিসি মোহাম্মদ ফারুক এমজেএফ, পিডিজি মিয়া মোহাম্মদ মুরাদুজ্জামান এমজেএফ, পিডিজি হাবিবুর রহমান এমজেএফ, পিডিজি দেওয়ান নসিরুল হক পিএমজেএফ চেয়ারম্যান, পিডিজি লায়ন বেনজির আহমেদ পিএমজেএফ সদস্য -পিডিজি সৈয়দা নীলুফার ইয়াসমিন এমজেএফ (চেয়ারম্যান, ডিস্ট্রিক্ট ডায়াবেটিকস কমিটি), পিডিজি মুজিবুল হক চুন্নু এমজেএফ (চেয়ারম্যান, ডিস্ট্রিক্ট ইনভাইরনমেন্ট কমিটি), পিডিজি শাহেনা রহমান (ডিস্ট্রিক্ট জিএমটি ফ্যামিলি এন্ড ওমেনস স্পেসালিস্ট), পিডিজি এডভোকেট কাজী একলাসুর রহমান (চেয়ারম্যান, ডিস্ট্রিক্ট হাঙ্গার কমিটি), পিডিজি শফিকুল আযম ভূইয়া (চেয়ারম্যান, ডিস্ট্রিক্ট ইনফর্মেশন টেকনোলজি কমিটি), পিডিজি নিশাত পারভীন হক এমজেএফ (চেয়ারপার্সন, ডিস্ট্রিক্ট লায়ন্স কোয়েস্ট কমিটি), পিডিজি হেলেন আখতার নাসরিন পিএমজেএফ (চেয়ারপার্সন, ডিস্ট্রিক্ট মার্কেটিং কমিটি ), পিডিজি আব্দুল হামিদ এমজেএফ (চেয়ারম্যান, ডিস্ট্রিক্ট পিচ পোস্টার কনটেস্ট কমিটি), পিডিজি ডা. আজিজুর রহমান (চেয়ারম্যান, ডিস্ট্রিক্ট প্রেডিয়াটিক ক্যানসার কমিটি), পিডিজি মোস্তফা কামাল এমজেএফ (চেয়ারম্যান, ডিস্ট্রিক্ট পাবলিক রিলেশনস এন্ড লায়ন্স ইনফরমেশন কমিটি), পিডিজি ইন্জিনিয়ার রাশেদ মাকসুদ খান এমজেএফ (চেয়ারম্যান, ডিস্ট্রিক্ট রিডিং একশন প্রোগ্রাম কমিটি), পিসিসি নূরুল ইসলাম মোল্লাহ এমজেএফ (চেয়ারম্যান, ডিস্ট্রিক্ট ভিশন কমিটি), পিডিজি আতাউল করিম (চেয়ারম্যান, গভর্নমেন্ট রিলেশনস ডেভেলপমেন্ট কমিটি)।

এক্সিকিউটিভ কমিটি- কেবিনেট সেক্রেটারি: লায়ন আশিকুজ্জামান চৌধুরী ইমন, কেবিনেট ট্রেজারার: লায়ন মো. আসাদুজজামান লিটু, ডিস্ট্রিক্ট ইয়ূথ ক্যাম্প এন্ড এক্সচেঞ্জ চেয়ারম্যান: লায়ন শেখ মোসফেক কবির অভি, লিও ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট: লিও ইয়াসরিব হাসান ইয়াস।

আমন্ত্রিত অতিথিদের মধ্যে সাবেক শিক্ষা মন্ত্রী শেখ শহীদুল ইসলাম, বীর বিক্রম মো. মাহবুব উদ্দিন আহমেদ (এস পি মাহবুব) , মো. শফিউল আলম তালুকদার, যুগ্ম সচিব, আইসিটি মন্ত্রণালয় লায়ন পরিবারে নতুন সদস্য হিসাবে যোগদান করেন।

শুভেচ্ছা বক্তব্য রাখেন, লায়ন জেনারেল ( অব) এম এ রশীদ পিএস সি, সাবেক যুগ্ম সচিব লায়ন মোহাম্মদ রোকন-উদ-দৌলা , জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক লায়ন হাসানুজ্জামান খান বাবলু, এডিশনাল ডিআইজি লায়ন খান মোহাম্মদ রেজওয়ান, পিডিজি ইন্জিনিয়ার ইকবাল এইচ খান, ২য় ভাইস ডিস্ট্রিক্ট গভর্নর ড. একেএম সারোয়ার জাহান জামিল এমজেএফ, ১ম ভাইস ডিস্ট্রিক্ট গভর্নর আশরাফ এইচ খান হীরা, আইপিডিজি লায়ন শাহেনা রহমান এমজেএফ, ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন শরীফ আলী খান।
লায়ন ডিস্ট্রিক্ট ৩১৫বি১ এর বিভিন্ন ক্লাবের প্রায় দুইশতাধিক লায়ন নেতৃবৃন্দের উপস্থিতি বিশেষ করে সিনিয়র লায়ন সদস্যগণের উপস্থিতি অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে।

লায়ন বর্ষ ২০২৩-২০২৪ এ লায়ন ডিস্ট্রিক্ট ৩১৫বি১ কে মাল্টিপল ডিস্ট্রিক্ট ৩১৫ এর শ্রেষ্ঠ ডিস্ট্রিক্ট-এ পরিণত করতে পিডিজি স্যারদের পরামর্শে , ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন মো. লুৎফর রহমান এমজেএফ এর নেতৃত্বে জেলার সকল লায়ন সদস্যগণ একসাথে কাজ করবেন বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

আমন্ত্রিত অতিথি, লায়ন নেতৃবৃন্দ ও লায়ন সদস্যগণের নৈশভোজে অংশ গ্রহণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

spot_img
spot_img

জনপ্রিয় সংবাদ

spot_img
spot_img

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
ক্যাপচা ব্যবহারকারীর স্কোর ব্যর্থ হয়েছে। আমাদের সাথে যোগাযোগ করুন!
error: Content is protected !!