34 C
Dhaka
শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫

দোহারে মাঠ কাঁপাবে ৩০ মণ ওজনের “কালোসৌদাগর” দাম ১২ লাখ (ভিডিওসহ)

spot_img

আরো সংবাদ

spot_img
spot_img

সুজন খান :
আসছে কোরবানির ঈদকে সামনে রেখে এবার জয়পাড়া বাজারের হাটের মাঠ কাঁপাবে “কালোসৌদাগর” নামক একটি ষাঁড়। ষাঁড়টির দৈর্ঘ্য ৯.৫ ফুট, উচ্চতা ৬.১ ফুট। যার লাইভ ওজন রয়েছে প্রায় ১২’শ কেজি যা প্রায় ৩০ মণ। “কালোসৌদাগর” ষাঁড়টির মালিক এর দাম হেঁকেছেন ১২ লাখ টাকা। ষাঁড়টির মালিক মোঃ জোবায়েদ আহমেদ আলী ও পরিবারের লোকজন আদর করে নাম রেখেছেন “কালোসৌদাগর”।

ঢাকার দোহার উপজেলার পৌরসভার ৬নং ওয়ার্ডের জয়পাড়া বড় মাঠ সংলগ্ন গাঙ্গপাড় এলাকার মোঃ জোবায়েদ আহমেদ আলী এ ষাঁড়টি গত ৩ বছর যাবৎ পরম যত্নের সাথে লালন-পালন করে আসছেন। এ ষাঁড়টি ছাড়াও তার আরও ৫টি ষাঁড় গরু রয়েছে। উপজেলার প্রাণীসম্পদ বিভাগের আয়োজিত এবারের মেলায় কালোসৌদাগর ষাঁড়টি প্রদর্শণী প্রতিযোগিতায় প্রথম স্থান দখল করে তার মালিককে একটি সনদ এনে দিয়েছিল স্বীকৃতিসরুপ।

দানবের মত এই ষাঁড়টিকে দেখতে দূরদূরান্ত থেকে উৎসুক জনতা ও ব্যবসায়ীরা ভীর করছেন এই খামারীর বাড়িতে। “কালোসৌদাগর” ষাঁড়টির মালিক এবার ষাঁড়টির দাম হেঁকেছেন ১২ লাখ টাকা। কাঙ্খিত দাম পেলে আলোচনার মধ্যে দিয়ে ষাঁড়টিকে বিক্রি করে দেবে বলে জানান ষাঁড়টির মালিক।

ষাঁড়টির মালিক মোঃ জোবায়েদ আহমেদ আলী জানান, আমার “কালোসৌদাগর” ষাঁড়টি দেখতে দানবের মত হলেও খুবই শান্ত স্বভাবের। ষাঁড়টির ওজন প্রায় ৩০ মণ। শাহিয়াল ফ্রিজিয়ান ক্রস জাতের এ ষাঁড়টিকে দৈনিক ১২ থেকে ১৫ কেজি দানাদার খাবারসহ সবুজ ঘাস দিতে হয়। ঘাসের পাশাপাশি “কালোসৌদাগর”কে দানাদার খাদ্যের মধ্যে ধানের কুড়া, গমের ভুসি, ছোলার ছাঁটি এবং শুকনো খড় জাতীয় খাবার খাওয়ানো হয়।

এই “কালোসৌদাগর”কে কোনো প্রকার মেডিসিন ছাড়াই প্রাকৃতিক ভাবেই লালন-পালন করে মোটাতাজা করা হয়েছে বলে জানান ষাঁড়টির মালিক। প্রতিদিনই “কালোসৌদাগর”কে শ্যাম্পু দিয়ে গোসল করানো হয়। রাখা হয় বৈদ্যুতিক পাখার নিচে। অত্যান্ত যত্নসহকারে ষাঁড়টিকে লালন-পালন করে আসছেন পরিবারের সকল সদস্যরা।

এই “কালোসৌদাগর” ষাঁড়টিকে ক্রয় করতে খামারী মোঃ জোবায়েদ আহমেদ আলী এর ফোন নাম্বার- ০১৯২৫৪৭৭৩৪২ অথবা ০১৭৮২১৩৪৬৪৩ এই নাম্বারে যোগাযোগ করতে পারেন সবাই।

spot_img
spot_img

জনপ্রিয় সংবাদ

spot_img
spot_img

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
ক্যাপচা ব্যবহারকারীর স্কোর ব্যর্থ হয়েছে। আমাদের সাথে যোগাযোগ করুন!
error: Content is protected !!