নিজস্ব প্রতিবেদক :
ঢাকার দোহার উপজেলার মুকসুদপুর ইউনিয়নের শাইনপুকুর তানজীমুল উম্মাহ দাখিল মাদরাসায় টানা ৪০ দিন পাঁচ ওয়াক্ত জামায়াতের সাথে নামাজ আদায় করে পুরস্কার পেলেন ১৮ শিশু-কিশোররা। শনিবার (১৭ জুন ) সকালে শাইনপুকুর তানজীমুল উম্মাহ দাখিল মাদরাসার সভাকক্ষে এ পুরুষ্কার বিতরণ অনুষ্ঠান আয়োজন করা হয়।
মসজিদ কমিটি সূত্রে জানা যায়, শিশু-কিশোরদের নামাজে আগ্রহী করতে এ প্রতিযোগিতা শুরু করা হলে এলাকার ৮০ জন শিশু-কিশোর এ প্রতিযোগিতায় অংশ নেয়। তবে প্রতিযোাগিতায় ধীরে ধীরে শিশু-কিশোরের সংখ্যা কিছুটা কমে আসে। তবে ১৮ জন কিশোর টানা ৪০ দিন জামায়াতের সাথে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে সক্ষম হয়। পরে ১৮জন কিশোরকে অনুষ্ঠানিকভাবে পুরস্কার হিসেবে বাইসাইকেল প্রদান করা হয়।
তবে যারা টানা ৪০ দিন নামাজ আদায় করতে পারেনি তাদেরকেও শাইনপুকুর আল-কুরআন গবেষণা জামে মাসজিদ কমিটির উদ্যোগে সান্তনা পুরস্কার প্রদান করা হয়। শিশু-কিশোরদের নামাজে উদ্বুদ্ধ করতে এমন ব্যতিক্রমী প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে বলে জানান মসজিদ কমিটিগণ।