নিজস্ব প্রতিবেদক :
ঢাকার দোহার উপজেলার বিলাসপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৬ জুন) বিকেলে উপজেলার বিলাসপুর ইউনিয়ন পরিষদ মাঠে এ ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
এ সময় সম্মেলন অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুর রাজ্জাক এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো: আলমগীর হোসেন।
দোহার উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক বাশার চোকদারের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান সাদ্দামের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল হক বেপারী, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের মানবাধিকার বিষয়ক সম্পাদক এ্যাড. শাহিনউল ইসলাম, প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, উপ-দপ্তর সম্পাদক রাহুল দাস, ঢাকা জেলা দক্ষিণ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহবুব বেপারী, দোহার উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ বিষয়ক সম্পাদক মহসীন হাওলাদার, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. রফিকুল ইসলাম হিরন, সদস্য আমিনুল ইসলাম বাবুল।
এছাড়াও সম্মেলনে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের আহ্বায়ক সাজ্জাদ হোসেন সুরুজ, উপজেলা যুবলীগের সভাপতি মুহাম্মদ আলমাছ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক বশির আহমেদ, বিলাসপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ চোকদার, ঢাকা জেলা দক্ষিণ ছাত্রলীগের সভাপতি গিয়াসউদ্দিন সোহাগসহ আওয়ামী লীগের সকল অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ।
ত্রি-বার্ষিক সম্মেলনের শেষ আগামী তিন বছরের জন্য আব্দুল খালেক মোল্লাকে সভাপতি ও ওমর চোকদারকে সাধারণ সম্পাদক করে বিলাসপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের কমিটি ঘোষণা করা হয়।