দানিচ খান জুয়েল, সৌদি আরব ও মধ্যপ্রাচ্যের সিনিয়র প্রতিবেদক :
সৌদি আরবের আল ইত্তিহাদ ক্লাবে নাম লেখালেন ফ্রান্সের তারকা ফুটবল খেলোয়াড় করিম বেনজামা। মঙ্গলবার (৬ জুন) ব্যালন ডি’অর বিজয়ী করিম বেনজেমার সাথে একটি যুগান্তকারী চুক্তি স্বাক্ষর করেছে সৌদি আরবের এই ক্লাবটি।
জানা যায়, ফরাসি এই স্ট্রাইকার ২০২৬ সাল পর্যন্ত জেদ্দা-ভিত্তিক এই ক্লাবের প্রতিনিধিত্ব করবেন। ক্লাবটি টুইটারে পোস্ট করা একটি ভিডিওতে বেনজেমাকে মাদ্রিদে আল ইত্তিহাদ সভাপতি আনমার আল-হাইলি এবং ভাইস প্রেসিডেন্ট আহমেদ কাকির সাথে চুক্তিতে স্বাক্ষর করতে দেখা গেছে।
সূত্র: সৌদি গেজেট