নিজস্ব প্রতিবেদক :
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার বিভিন্ন এলাকায় র্যাব এর অভিযানে বিভিন্ন দেশের ১৩ লক্ষ ৪৬ হাজার আটশত সাত টাকা সমমূল্যের ৩৯৮টি বৈদেশিক মুদ্রাসহ চোরাচালান চক্রের ২ জন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব-১০। সোমবার (৫ জুন) উপজেলার শ্রীনগর বাজার থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার দেউলভোগ বালুর মাঠ সংলগ্ন এলাকার মমিনুল মোল্লা ছেলে মোঃ আল-আমিন (৩৬) ও একই উপজেলার দেউলভোগ দয়াহাটা এলাকার মৃত আব্দুর রশিদ বেপারী ছেলে সিরাজুল ইসলাম টুটুল (৫৫)।
মঙ্গলবার (৬ জুন) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে র্যাব-১০ এ তথ্য নিশ্চিত করেন।
র্যাব-১০ প্রেস বিজ্ঞপ্তিতে জানান, মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার বিভিন্ন এলাকায় র্যাব- ১০ এর একটি আভিযানিক দল অভিযান পরিচালনা কালে গোপন সংবাদের ভিত্তিতে মোঃ আল-আমিন ও সিরাজুল ইসলাম টুটুলকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছে থেকে বৈদেশিক মুদ্রা বিক্রয়ের নগদ ১ লক্ষ ১২ হাজার টাকা জব্দ ও ৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
র্যাব-১০ আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত ব্যক্তিরা বৈদেশিক মুদ্রা চোরাচালন চক্রের সক্রিয় সদস্য বলে স্বীকার করেন। তারা বেশ কিছুদিন যাবৎ চোরাচালানের মাধ্যমে বিভিন্ন দেশের বৈদেশিক মুদ্রা সংগ্রহ করে। পরে তা অবৈধভাবে পাচারের জন্য বিভিন্ন লোকজনদের নিকট বিক্রয় করে আসছিল।
পরে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় বৈদিশিক মুদ্রা চোরাচালান আইনে নিয়মিত মামলা দায়ের করা করা হয়।