32 C
Dhaka
শুক্রবার, এপ্রিল ১৮, ২০২৫

ক্যাপাসিটি চার্জের নামে জনগণের টাকা বিদেশে পাচার করেছে সরকার : জিএম কাদের

spot_img

আরো সংবাদ

spot_img
spot_img

সিনিয়র প্রতিবেদক :
বিদুৎ উৎপাদনে জন্য বিদেশি কোম্পানির সাথে চুক্তি করে বিদ্যুৎ উৎপাদন না করতে পারলেও ক্যাপাসিটি চার্জের নামে হাজার হাজার, লাখ লাখ কোটি টাকা তাদেরকে দিয়ে দেওয়া হয়েছে। আর এভাবেই জনগণের টাকা বিদেশে পাচার করেছে সরকার। সোমবার (৫ জুন) বিকেলে নবাবগঞ্জের বর্ধনপাড়া এলাকায় জাতীয় পার্টির কার্যালয় চত্বরে ঢাকা জেলা জাতীয় পার্টির অনুষ্ঠিত সম্মেলনে বিদ্যুৎ খাতে ব্যাপকভাবে লুটপাটের অভিযোগ তুলে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের এসব কথা বলেন।

সম্মেলনে সালমা ইসলাম এমপিকে উদ্দেশ্যে করে জিএম কাদের বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে দোহার ও নবাবগঞ্জ (ঢাকা)-১ আসনে দলের পক্ষ থেকে নির্বাচনের জন্য ব্যাপকভাবে প্রস্তুতি নিতে বলা হয়েছে।

এ সময় সম্মেলনে সভাপতিত্ব করেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান, ঢাকা জেলা জাতীয় পার্টির সভাপতি ও সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি।

সম্মেলন অনুষ্ঠান উদ্বোধন করেন জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি।

এছাড়াও সম্মেলনে বক্তব্য রাখেন, দলের মহাসচিব মুজিবুল হক চুন্নু এমপি, কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশীদ এমপি, সৈয়দ আবু হোসেন বাবলা এমপিসহ আরও অনেকে।

সম্মেলনের শেষ ঢাকা জেলা জাতীয় পার্টির কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি পদে সালমা ইসলাম পুনর্র্নিবাচিত হন এবং খান মোহাম্মদ ইসরাফিল খোকনকে সাধারণ সম্পাদক করা।

spot_img
spot_img

জনপ্রিয় সংবাদ

spot_img
spot_img

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
ক্যাপচা ব্যবহারকারীর স্কোর ব্যর্থ হয়েছে। আমাদের সাথে যোগাযোগ করুন!
error: Content is protected !!