সিনিয়র প্রতিবেদক :
গত বৃহস্পতিবার (২৫ মে) সাভার মডেল থানার সিএন্ডবি মোড়ের পশ্চিম পার্শ্বের ফুট ওভার ব্রিজের নিচে ঢাকা-চন্দ্রা মহাসড়কে ছিনতাইয়ের সময় ছুরিকাঘাতে পিরোজপুরের মঠবাড়িয়া থানার বেতমোহর এলাকার মাখন লাল মিস্ত্রী ছেলে পলাশ চন্দ্র মিস্ত্রী (৩৭) নামক এক লোক খুন হওয়ার ঘটনায় মনির হোসেন ওরফে মনির কসাই (৩০) ও হাবিব মোল্লা (২৫) নামের দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ম্ঙ্গুলবার (৩০ মে) এক প্রেস ব্রিফিং এর মাধ্যমে ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান পিপিএম (বার) এ তথ্য জানান।
গ্রেপ্তারকৃত আসামী মনির হোসেন ওরফে মনির কসাই ঢাকার জিনজিরা থানার কলমা এলাকার আব্দুল ওহাবের ছেলে ও হাবিব মোল্লা মাগুরার শালিকা থানার বংগারামপুর এলাকার বাবুল মোল্লার ছেলে বলে জানায় পুলিশ।
প্রেস ব্রিফিং এ পুলিশ জানায়, নিহত পলাশ চন্দ্র মিস্ত্রী কসমোপলিটন ইন্ডাসট্রিজ প্রাঃ লিঃ এর খেজুরবাগান, আশুলিয়া থেকে কাজ শেষ করে যাওয়ার সময় সাভার মডেল থানার সিএন্ডবি মোড়ের পশ্চিম পার্শ্বের ফুট ওভার ব্রিজের নিচে ঢাকা-চন্দ্রা মহাসড়কের উপর পৌছালে কতিপয় কিছু ছিনতাইকারীরা তার পথরোধ করে এবং তার নিকট যা আছে তা বের করে দিতে বলে কিন্তু পলাশ চন্দ্র মিস্ত্রী তার নিকট থাকা টাকা ও মালামাল বের করে দিতে অস্বীকৃতি জানায়।
এতে অজ্ঞাতনামা ছিনতাইকারীরা ক্ষিপ্ত হয়ে তার শরীরের বিভিন্ন জায়গায় ছুরি দ্বারা আঘাত করলে পলাশ চন্দ্র মিস্ত্রী দৌড়ে পাকা রাস্তার উপর পড়ে গেলে এ সময় ছিনতাইকারীরা পালিয়ে যায়।
পরে পলাশ চন্দ্র মিস্ত্রীকে রক্তাক্ত অবস্থায় পরে থাকতে দেখে স্থানীয় লোকজন পলাশ চন্দ্র মিস্ত্রীর পাশে পড়ে থাকা মোবাইল ফোন দিয়ে তার সহকর্মীদের ফোন দেয় এবং সহকর্মীরা এসে স্থানীয় লোকজনদের সহায়তায় তাকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।
এ ঘটনায় পলাশ চন্দ্র মিস্ত্রীর ভাই বাদী হয়ে সাভার থানায় একটি মামলা দায়ের করলে ঢাকা জেলার পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান পিপিএম (বার) মহোদয় দ্রæত মামলার রহস্য উদঘাটনের জন্য ডিবি (উত্তর), ঢাকা জেলাকে নির্দেশ প্রদান করলে ডিবির অতিরিক্ত পুলিশ সুপার মোবাশ্বিরা হাবিব খান পিপিএম এর সরাসরি তত্তাবধানে ডিবি (উত্তর) এর অফিসার ইনচাজ মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব) এর নেতৃত্বে ডিবি পুলিশের একটি চৌকষ টিম সাভার মডেল এবং আশুলিয়া থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করতে সক্ষম হয়।
ঢাকা জেলার পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান পিপিএম (বার) বলেন, আসামীদের গ্রেপ্তার করে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সত্যতা স্বীকার করে এবং উক্ত আসামীদের দেখানো মতে ঘটনাস্থলের পার্শ্ববর্তী জঙ্গল হতে হত্যার কাজে ব্যবহৃত একটি ছুরি উদ্ধার করা হয়। এ ঘটনার সাথে জড়িত অন্যান্য আসামীদের গ্রেপ্তারের জন্য আমাদের অভিযান অব্যাহত আছে।