23 C
Dhaka
শুক্রবার, এপ্রিল ১১, ২০২৫

সৌদি আরবের আল-হাসায় দূতাবাসের কনস্যূলার সেবা প্রদান

spot_img

আরো সংবাদ

spot_img
spot_img

দানিচ খান জয়েল, সৌদি আরব ও মধ্যেপ্রাচ্যের সিনিয়র প্রতিবেদক :
সৌদি আরবের আল-হাসা শহরের স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে বাংলাদেশ দূতাবাসের কনস্যূলার সেবা প্রদান শুরু হয়েছে। শুক্রবার (২৬ মে) সকালে রিয়াদ থেকে প্রায় ৩৫০ কিলোমিটার দূরে অবস্থিত এই শহরে প্রায় শতাধিক বাংলাদেশী অভিবাসীকে কনস্যূলার সেবা প্রদান করা হয়।

এ সময় অভিবাসীদের ইকামার মেয়াদ বৃদ্ধির জন্য পাসপোর্ট নবায়ন, পাসপোর্ট রি-ইস্যু ও পাসপোর্ট সংক্রান্ত বিভিন্ন সেবা প্রদান করা হয়। এছাড়া দূতাবাসের শ্রম উইংয়ের পক্ষ থেকে স্পেশাল এক্সিট প্রোগ্রামের আওতায় হূরুব প্রাপ্ত, ইকামা বিহীন, ইকামার মেয়াদোত্তীর্ণ ও এক্সিট ভিসায় মেয়াদোত্তীর্ণ অভিবাসীদের আইনগত সহায়তা প্রদান করা হয়। অভিবাসীদের প্রবাসী কল্যাণ কার্ডের জন্য নিবন্ধন করা হয় ও প্রবাসী কল্যাণ কার্ড বিতরণ করা হয়।
দূতাবাসের সোনালী ব্যাংকের পক্ষ থেকে একাউন্ট খোলা ও ওয়েজ আর্নার্স বন্ড করার সেবা প্রদান করা হয়। সোনালী ব্যাংক প্রতিনিধি প্রবাসীদের বৈধ পথে দেশে রেমিট্যান্স পাঠানোর জন্য উদ্বুদ্ধ করেন। বৈধ পথে রেমিট্যান্স প্রেরণ করে দেশের অর্থনীতিতে ভূমিকা রাখার পাশাপাশি সরকারি আড়াই শতাংশ প্রণোদনা পাওয়ার বিষয়টি সেবা প্রার্থীদের বুঝানো হয়।

এখানে বাংলাদেশীরা মুলত কৃষি কাজ, বিভিন্ন খেজুরের বাগানের কাজসহ অন্যান্য কাজের পাশাপাশি বিভিন্ন ব্যবসার সাথে জড়িত রয়েছেন। আল-হাসার স্থানীয় বিশ্ববিদ্যালয়ে প্রায় ১৫ জন বাংলাদেশী শিক্ষক কর্মরত রয়েছেন। এখানে প্রবাসীদের সব সময় সেবা প্রদানের জন্য দূতাবাসের আওতায় একটি প্রবাসী সেবা কেন্দ্র কাজ করছে। আল-হাসায় সৌদি আরবের একটি উল্লখযোগ্য পর্যটন শহর।

দূতাবাসের পাসপোর্ট উইং, শ্রম কল্যাণ উইং, কনস্যূলার সেকশন, সোনালী ব্যাংক প্রতিনিধি অফিস থেকে কর্মকর্তারা সেবা প্রদান করছেন। এছাড়া বিভিন্ন উইংয়ের সংশ্লিষ্ট স্টাফগন অভিবাসীদের সেবা প্রদান করছেন।

এ কনস্যূলার সেবা শনিবার ২৭ মে বিকাল ৪টা পর্যন্ত প্রদান করা হবে।

spot_img
spot_img

জনপ্রিয় সংবাদ

spot_img
spot_img

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
ক্যাপচা ব্যবহারকারীর স্কোর ব্যর্থ হয়েছে। আমাদের সাথে যোগাযোগ করুন!
error: Content is protected !!