সিনিয়র প্রতিবেদক :
ঢাকার দোহার উপজেলায় লিকুমিয়া ব্লাড ক্যান্সার রোগে আক্রান্ত স্থানীয় সাংবাদিক কাজী জোবায়ের আহমেদ এর ছোট পুত্র কাজী রাইয়ান আহমেদ রূপ (৫) এর দাফনকার্য সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২৫ মে) সকাল ১০ টার দিকে দোহার খন্দকার বাড়ি জামে মসজিদ সংলগ্ন ঈদগা মাঠে জানাজা নামাজ শেষে দোহার খালপাড় কবরস্থানে রূপ এর দাফনকার্য সম্পন্ন করা হয়।
শিশু রূপকে হারিয়ে পরিবারে চলছে শোকের মাতম। এলাকা জুড়ে চলছে আহাজারী। এ সময় পরিবারটিকে সান্তনা দিতে এলাকাবাসীসহ দূর-দূরন্ত থেকে নারী-পুরুষরা ও স্বজনরা ভিড় জমাচ্ছেন ।
রূপের বাবা সাংবাদিক কাজী জোবায়ের আহমেদ জানান, ২০১৯ সালে মাত্র ১১ মাস বয়স থেকে লিকুমিয়া ব্লাড ক্যান্সার রোগে আক্রান্ত ছিল রূপ। দীর্ঘদিন পর হঠাৎ অসুস্থ হওয়ায় ঢাকার একটি বেসরকারী হাসপাতালে রুপের চিকিৎসা চলছিল। বুধবার দুপুরে শারীরিক অবস্থা অবনতি হওয়ায় রূপকে আইসিও’তে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে আইসিও’তে মৃত্যুবরণ করে রূপ।
রুপালী বাংলা নিউজ এর পক্ষ থেকে নিষ্পাপ-অবুঝ শিশু রূপ এর অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।