সিনিয়র প্রতিবেদক :
ঢাকার নবাবগঞ্জ উপজেলায় পুলিশের অভিযানে মোঃ সাদেক দেওয়ান (৪৫) নামের এক পেশাদার মাদক ব্যবসায়ীকে ৩৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করেছে নবাবগঞ্জ থানা পুলিশ। বৃহস্পতিবার (২৫ মে) নবাবগঞ্জের বারুয়াখালী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ সিরাজুল ইসলাম শেখ পিপিএম এর নেতৃত্বে নবাবগঞ্জ থানার এসআই আবু তাহের মিয়া সঙ্গীয় ফোর্সদের সহায়তায় নবাবগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকার বিশেষ অভিযান পরিচালনা করে বারুয়াখালী এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী মোঃ সাদেক দেওয়ানকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছে থেকে ৩৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নবাবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়।
নবাবগঞ্জ থানার ওসি মোঃ সিরাজুল ইসলাম শেখ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সাদেক দেওয়ানকে ৩৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। বর্তমানে মামলাটি তদন্তাধীন রয়েছে। গ্রেপ্তারকৃত আসামীকে বৃহস্পতিবার সকালে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।