27 C
Dhaka
শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

নবাবগঞ্জে অবৈধ বিষাক্ত সীসা গলানোর অপরাধে গ্রেপ্তার ৫

spot_img

আরো সংবাদ

spot_img
spot_img

সিনিয়র প্রতিবেদক :
ঢাকার নবাবগঞ্জে ভ্রাম্যমান আদালতে অভিযানে অবৈধভাবে ব্যাটারীর সীসা গলানোর অপরাধে পাঁচজনকে আটক করে প্রত্যেককে ১৫ দিন করে কারাদন্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট। বুধবার (২৪ মে) সন্ধায় উপজেলার আগলা ইউনিয়নের টিকরপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আাদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল হালিম এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল হালিম বলেন, উপজেলার আগলা ইউনিয়নের টিকরপুর এলাকায় অবৈধভাবে ব্যাটারির সীসা গলানোর আস্তানায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। সীসা প্রাকৃতিক পরিবেশ, বাস্তুসংস্থান, প্রাণী, মানুষের জন্য অত্যন্ত ক্ষতিকর। এখানে এই ক্ষতিকর বর্জ্য আগুন দিয়ে পুড়িয়ে গলানোর ফলে সৃষ্ট ধোঁয়া চারদিকে ছড়িয়ে পরে মানুষের শ্বাস-প্রশ্বাসের জন্য খুবই ক্ষতির কারণ হয়ে দাড়িয়েছে। চারপাশের গাছপালা পুড়ে গেছে। সীসা আগুনে পুড়ানোর সময় চারদিকে ধোঁয়া ও ভয়াবহ দুর্গন্ধ ছড়িয়ে পড়বে।

তিনি আরও বলেন, ব্যাটারির সীসা ছাড়াও অন্যান্য মেটাল ডাম্পিং এর কারণেও পরিবেশের ক্ষতি হচ্ছিল। এই স্থানে একটি চক্র কোনরকম অনুমতি ও পরিবেশগত নিরাপত্তা গ্রহণ ছাড়া বে-আইনিভাবে এই কাজ করে আসছিলো এবং এখানে প্রতিদিন প্রায় ৫-১০ টন সীসা গলানো হয়। এমন সংবাদের ভিত্তিতে এখানে অভিযান চালিয়ে ৫ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হই।

পরে এ ঘটনার অপরাধে গ্রেপ্তারকৃত ৫ জনের প্রত্যেককে ১৫ দিন করে কারাদন্ড প্রদান করা হয়।

spot_img
spot_img

জনপ্রিয় সংবাদ

spot_img
spot_img

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
ক্যাপচা ব্যবহারকারীর স্কোর ব্যর্থ হয়েছে। আমাদের সাথে যোগাযোগ করুন!
error: Content is protected !!