নবাবগঞ্জ থেকে নিজস্ব প্রতিবেদক :
দ্বিতীয় বারের মতো জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ উপলক্ষে উপজেলা পর্যায়ে অনুষ্ঠিত শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান বাছাই প্রতিযোগিতায় কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত হয়েছে ঢাকার নবাবগঞ্জের তোফাজ্জল হোসেন চৌধুরী কলেজ। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শাহ্ জালাল স্বাক্ষরিত চিঠিতে এই তথ্য প্রকাশ পায়।
শিক্ষা অফিস সূত্রে জানা যায়, নবাবগঞ্জ মাধ্যমিক শিক্ষা অফিস আয়োজিত ‘জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩’-এ কলেজ পর্যায়ে উপজেলায় শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে তোফাজ্জল হোসেন চৌধুরী কলেজকে নির্বাচিত করা হয়েছে।
জানা যায়, কলেজটিতে ছাত্র-ছাত্রীদের ভালো লেখাপড়ার পাশাপাশিসহ শিক্ষা কার্যক্রম বয়েজ স্কাউট, গার্লস গাইড, সাংস্কৃতিক প্রতিযোগিতা নিয়মিত পরিচালিত হয়ে আসছে। এ প্রতিষ্ঠানটি এবার উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ রোভার গ্রæপও নির্বাচিত হয়। এছাড়া প্রতিষ্ঠানটি থেকে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩ এ শ্রেষ্ঠ রোভার শিক্ষক নির্বাচিত হয় মো. আব্দুল মজিদ ও শ্রেষ্ঠ রোভার নির্বাচিত হয় শফিকুল ইসলাম। প্রতিষ্ঠানটি উপজেলা পর্যায়ে স্বাধীনতা দিবস, বিজয় দিবস, বিজ্ঞান মেলাসহ বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতা অংশগ্রহণ করে শ্রেষ্ঠত্ব বজায় রাখার গৌরব রয়েছে।
কলেজটি উপজেলার শ্রেষ্ঠ কলেজ নির্বাচিত হওয়ায় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুর রব মিয়া বলেন, ‘এই কলেজটি ১৯৯৭ সালে প্রতিষ্ঠার পর থেকে উপজেলার অন্যতম কলেজ হিসেবে খ্যাতি অর্জন করেছে। আমাদের সবটুকু দিয়ে আজীবন চেষ্টা করে যাবো। আমাদের কলেজকে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান নির্বাচিত করায় দক্ষ নির্বাচক মন্ডলীসহ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, উপজেলা প্রশাসন, উপজেলার মাধ্যমিক প্রতিষ্ঠানের প্রধানগণ, কলেজ প্রতিষ্ঠাতা ও গভর্নিং বডির সভাপতি তোজাম্মেল হোসেন চৌধুরী (বাবর মিয়া) সহ অন্যান্য সদস্য ও আমার সহযোদ্ধাদের প্রতি ধন্যবাদসহ কৃতজ্ঞতা প্রকাশ করছি।’
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শাহ্ জালাল বলেন, যাচাই বাছাই কমিটির সিদ্ধান্তে তোফাজ্জল হোসেন চৌধুরী কলেজকে উপজেলার কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান নির্বাচিত করা হয়। একটি ভালো প্রতিষ্ঠানের যত গুণ থাকা দরকার তার সবক’টি গুনই রয়েছে এই প্রতিষ্ঠানটির। এ ধারাবাহিকতা অব্যাহত থাকলে প্রতিষ্ঠানটি সামনের দিকে আরও অনেকদূর এগিয়ে যাবে।