নবাবগঞ্জ থেকে সিনিয়র প্রতিবেদক :
“শেখ হাসিনার নির্দেশ, হটাও সন্ত্রাস বাঁচাও দেশ” এ শ্লোগান সামনে রেখে বিএনপি জামাতের সন্ত্রাসী বাহিনী কর্তৃক বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে সারা দেশের ন্যায় ঢাকার নবাবগঞ্জ উপজেলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে উপজেলা আওয়ামী লীগ ও আওয়ামী লীগের সহযোগি অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।
সোমবার (২২ মে) বিকেল ৫টার দিকে উপজেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পূর্ণরায় পার্টি অফিসে গিয়ে সমাবেশ করে শেষ হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক পনিরুজ্জামান তরুন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ড. সাফিল উদ্দিন মিয়া, মো. ইব্রাহীম খলীল, এমএ বারি মোল্লা বাবুল, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান সিকদার, আওয়ামী লীগ নেতা মোঃ শাহিন খান, তাবির হোসেন খান পাভেল, এসএম সাইফুল ইসলামসহ আরও অনেকে।