সিনিয়র প্রতিবেদক :
ঢাকার দোহার উপজেলায় ৫০ গ্রাম হেরোইনসহ আবু বক্কর সিদ্দিক (২৫) নামের একজনকে গ্রেপ্তার করেছে দোহার থানা পুলিশ। গ্রেপ্তারকৃত সিদ্দিক উপজেলার নারিশা ইউনিয়নের ঝনকি গ্রামের মৃত জুলহাস শেখের পুত্র।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৮ মে) সন্ধ্যা ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার নারিশা ইউনিয়নের ঝনকি আব্দুর রহমানের বাড়ির সামনে থেকে সিদ্দিককে ৫০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে দোহার থানা এসআই জসিম উদ্দিন বলেন, ৫০ গ্রাম হেরোইনসহ সিদ্দিককে গ্রেপ্তার করে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে শুক্রবার সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।