সিনিয়র প্রতিবেদক :
ঢাকার নবাবগঞ্জ উপজেলার বারুয়াখালী বাজারে বন্ধন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে মোঃ সোহেল রানা (৩৭) নামের এক ভুয়া চিকিৎসককে আটক করে ৩ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট। কারাদন্ড প্রাপ্ত ভূয়া ডাক্তার সোহেল নাটোরের লালপুর উপজেলার মোহাম্মদ আলীর ছেলে।
শুক্রবার (১৯ মে) সকালে নবাবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল হালিম এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
নির্বাহী ম্যজিস্ট্রেট আব্দুল হালিম বলেন, উপজেলার বারুয়াখালী বাজারে বন্ধন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে ডাক্তার না হয়েও সোহেল রানা নামে এক ভূয়া চিকিৎসক দীর্ঘদিন যাবত রোগী দেখে আসছিলো। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দেখা যায়, ভূয়া এই চিকিৎসক নিজেই আল্ট্রাসনোগ্রাফির রিপোর্ট করেতেন এবং নিজ স্বাক্ষরে সেগুলো রোগীদের সরবরাহ করতেন। এমনকি এই চিকিৎসকের নেই বিএমডিসির রেজিস্ট্রেশন নম্বর। পরে ভূয়া এই চিকিৎসককে আটক করে ৩ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয় এবং বন্ধন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের নিবন্ধন না থাকায় ক্লিনিকের মালিককে চার হাজার টাকা অর্থদন্ড প্রদান করে নিবন্ধন ছাড়া ক্লিনিক না চালানোর জন্য নির্দেশ দেওয়া হয়।
এ সময় ভ্রাম্যমান আদালত পরিচালনা কাজে সহযোগিতা করেন নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মো. মেজবাহ উদ্দিন ও নবাবগঞ্জ থানা পুলিশের একটি দল।