সিনিয়র প্রতিবেদক :
ঢাকার দোহার উপজেলায় পুলিশের অভিযানে ১৫ শত পিচ ইয়াবাসহ জামাল উদ্দিন (৩৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বুধবার (১৭ মে) তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত জামাল উদ্দিন চট্টগ্রাম জেলার আনোয়ারা উপজেলার বটতলী মোল্লা পাড়া গ্রামের মৃত জসিম উদ্দীনের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, দোহারের বিভিন্ন জায়গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণে অভিযান চালায় পুলিশ। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে জামাল উদ্দিনকে ১৫ শত পিচ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়। গ্রেপ্তারকৃত জামালকে আদালতে প্রেরন করা হবে।
এ বিষয়ে দোহার থানার ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোস্তফা কামাল বলেন, দোহারকে মাদকমুক্ত করার লক্ষ্যে পুলিশের অভিযান চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে ১৫ শত পিচ ইয়াবাসহ জামালকে গ্রেপ্তার করা হয়। মাদকের বিরুদ্ধে পুলিশের এ অভিযান সব সময় চলমান থাকবে।