নবাবগঞ্জ থেকে সিনিয়র প্রতিবেদক :
ঢাকার নবাবগঞ্জ উপজেলায় জননেত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা করেছেন নবাবগঞ্জ উপজেলা ছাত্রলীগ ও দোহার-নবাবগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রলীগের নেতাকর্মিরা।
বুধবার (১৭ মে) বিকেলে দিবসটি উপলক্ষে দোহার-নবাবগঞ্জ সরকারি কলেজ থেকে একটি র্যালী বের হয়ে কেন্দ্রীয় শহীদ মিনার ঘুরে পূনরায় কলেজে ফিরে এসে এক সংক্ষিপ্ত আলোচনা সভার মধ্য দিয়ে শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. সম্রাট, সাধারণ সম্পাদক মো. সোহানুর রহমান সোহান, দোহার-নবাবগঞ্জ সরকারী কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি দীপ্ত দেওয়ান, সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন, সহসভাপতি সেলিম মিয়া, শাকিল মোল্লা, বিকাশ মন্ডল, যুগ্ন সাধারণ সম্পাদক অসিম হালদার, সাংগঠনিক সম্পাদক সিয়াম মোল্লা, বিপ্লব, প্রচার সম্পাদক সুব্রত দাস সহ ইউনিয়ন ছাত্রলীগের নেতৃবৃন্দসহ আরও অনেকে।