সিনিয়র প্রতিবেদক :
ঢাকার দোহার উপজেলার বিলাসপুরে কালবৈশাখী ঝড়ে পদ্মা নদীতে নৌকা ডুবে মোঃ ইয়ানুর (৫৫) নামে এক বৃদ্ধার মৃত্যুর ঘটনা ঘটেছে। মৃত ইয়ানুর উপজেলার বিলাসপুর ইউনিয়নের দক্ষিণ দেবিনগর এলাকার মোঃ ইমান এর ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৬ মে) বিকেলে মৃত মোঃ ইয়ানুর তার ছেলে রুবেলকে সাথে নিয়ে প্রতিদিনের মত পদ্মা নদীতে মাছ শিকার করতে যায়। সন্ধ্যায় অন্ধকার নেমে এলে হঠাৎ ঝড়ো হাওয়া শুরু হলে প্রচন্ড বাতাসে তাদের মাছ ধরা নৌকাটি পদ্মায় উল্টে গিয়ে ডুবে যায়। এ সময় ছেলে রুবেল পদ্মা নদী সাঁতরে তীরে পৌছলেও বৃদ্ধা বাবা মোঃ ইয়ানুর ক্লান্ত হয়ে পদ্মায় তলিয়ে যায়। পরে রুবেলসহ স্বজনরা রাতেই অনেক খোঁজাখোঁজি করেও বৃদ্ধা ইয়ানুরের কোন সন্ধান পায়নি।
পরের দিন সকালে পাশের এলাকায় বৃদ্ধার মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে স্বজনরা সেখানে গিয়ে মরদেহটি ইয়ানুরের বলে সনাক্ত করে মরদেহ বাড়িতে নিয়ে যায়।
এ বিষয়ে ঘটনার সত্যতা জানিয়ে কুতুরপুর নৌ-পুলিশ ফাঁড়ির এসআই জহুরুল ইসলাম বলেন, এ ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। ঝড়ের কবলে পরে নৌকা ডুবে বৃদ্ধার মৃত্যু হওয়ায় পরিবারের সদস্যরা কোন অভিযোগ করেনি।