নিজস্ব প্রতিবেদক :
ঢাকার দোহার উপজেলায় জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ এর সেরা অভিনেতা হিসেবে মনোনীত হয়েছেন সাংবাদিক মাকসুমুল মুকিম। শনিবার (১৩ মে) অনুষ্ঠিত জাতীয় শিক্ষা সপ্তাহ অনুষ্ঠানে তাৎক্ষনিক অভিনয় ক্যাটাগরিতে পদ্মা সরকারি কলেজের (ঘ) ইউনিট থেকে অভিনয়ে অংশ গ্রহণ করে উপজেলা পর্যায়ে সেরা হন তিনি।
মাকসুমুল মুকিম ঢাকার দোহার উপজেলার লটাখোলা গ্রামের হারুন অর-রশীদ ও আরজু মান আরা বেগম দম্পতির একমাত্র পুত্র হয়ে জন্ম গ্রহণ করেন । তিনি বর্তমানে “দৈনিক আমার সময়” পত্রিকায় সাংবাদিক হিসেবে কর্মরত রয়েছেন। এছাড়া ও তিনি একটি বেসরকারি স্কুলে শিক্ষকতা করছেন, পাশাপাশি তিনি কয়েকটি মঞ্চ নাটকে অভিনয় করেন। পরবর্তীতে নিজেই নাটক লিখা ও পরিচালনা করা শুরু করেন।
জানাযায়, তার বাবা মায়ের অনুপ্রেরনায় তিনি ধীরে ধীরে তার স্বপ্নকে বাস্তবায়ন করার লক্ষে এগিয়ে চলছেন। তার এই শ্রেষ্ঠত্বে পদ্মা সরকারি কলেজ সহ সকলের কাছে ভূয়সী প্রসংশা কুড়িয়েছেন। মাকসুমুল মুকিম সকলের নিকট দোয়া ও আর্শিবাদ প্রার্থনা করেছেন।