নিজস্ব প্রতিবেদক :
ঢাকার দোহার উপজেলার লটাখোলা নতুন বাজার এলাকায় মোল্লা হোটেল নামে মোজাফর মোল্লা ও ওয়ান ব্যাংক এলাকায় জামালের বেকারীতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১৬ মে) সকালে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এস.এম. মুস্তাফিজুর রহমান এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট এস.এম. মুস্তাফিজুর রহমান বলেন, লটাখোলা নতুন বাজার এলাকায় মোল্লা হোটেল নামে মোজাফর মোল্লার হোটেলে মেয়াদ উত্তীর্ণ ময়দা দিয়ে খাবার প্রস্তুতের অপরাধে ৫ হাজার টাকা ও ওয়ান ব্যাংক এলাকায় জামাল বেকারিকে ৫ হাজার ও অন্যান্য বেকারীকে ১০ হাজার টাকাসহ মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।