সিনিয়র প্রতিবেদক :
ঢাকার নবাবগঞ্জে পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেট, গাঁজা ও নগদ টাকাসহ মাদক ব্যবসায়ী অন্তর রাজবংশী ও মোহন ওরফে মহিন মোল্লা নামে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (১৪ মে) তাদের দুইজনকে পৃথক ভাবে গ্রেপ্তার করা হয়।
নবাবগঞ্জ থানার এস আই মোঃ মফিজুর রহমান বলেন, নবাবগঞ্জ থানার ওসি মোঃ সিরাজুল ইসলাম শেখ পিপিএম এর নেতৃত্বে আমি নিজে ও আমার সঙ্গীয় ফোর্সদের সহায়তায় নবাবগঞ্জ থানার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় কোমরগঞ্জ জেলেপাড়া এলাকা থেকে পেশাদার মাদক ব্যবসায়ী অন্তর রাজবংশী এর কাছে থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রয়ের নগদ পাঁচশত টাকা উদ্ধারসহ তাকে গ্রেপ্তার করা হয়।
অপরদিকে, একই দিনে নবাবগঞ্জ থানার এসআই মোঃ আল-আমিন ও তার সঙ্গীয় ফোর্সদের সহায়তায় নবাবগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে বড়গাঁও এলাকা থেকে পেশাদার মাদক ব্যবসায়ী মোহন ওরফে মহিন মোল্লার কাছে থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধারসহ তাকে গ্রেপ্তার করা হয়।
পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে নবাবগঞ্জ থানায় গ্রেপ্তারকৃত দুইজনের বিরুদ্ধে পৃথক ভাবে দুইটি মামলা দায়ের করা হয়।
এ বিষয়ে নবাবগঞ্জ থানার ওসি মোঃ সিরাজুল ইসলাম শেখ বলেন, আজ সারাদিন নবাবগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়েছে। এরই প্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেপ্তারকৃত একজনের কাছে থেকে ইয়াবা ট্যাবলেট ও নগদ টাকা ও অপর একজনের কাছে থেকে গাঁজাসহ তাদের দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রন আইনে পৃথক দুইটি মামলা করা হয়েছে। বর্তমানে মামলা দুইটি তদন্তাধীন রয়েছে। আমাদের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।