নবাবগঞ্জ থেকে সিনিয়র প্রতিবেদক :
শিক্ষা সপ্তাহ-২০২৩ উপলক্ষে আয়োজিত জাতীয় শিক্ষা সপ্তাহে এবছর আবারও ঢাকার নবাবগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক নির্বাচিত হয়েছেন উপজেলার এম. এম.মহিউদ্দিন ভূইয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রনজিৎ কুমার রায় (সিএএলটি)। আট সদস্য বিশিষ্ট বিচারকের একটি কমিটির রায়ে তিনি গতবারের মতো এবছরও পুনরায় শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক নির্বাচিত হন।
শনিবার (১৩ মে) উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস এর আয়োজনে অনুষ্ঠিত জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ নবাবগঞ্জ উপজেলার কলাকোপা কোকিলপ্যারী উচ্চ বিদ্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে নবাবগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীদের নিয়ে বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় শেষে বিচারকদের রায়ে শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক হিসেবে রনজিৎ কুমার রায় নির্বাচিত হন। পরে রবিবার (১৪ মে) বিকালে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, ২০২২ সালেও এই শিক্ষক নবাবগঞ্জ উপজেলার ও ঢাকা জেলার মধ্যে শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক নির্বাচিত হয়েছিলেন। তিনি দীর্ঘদিন যাবত নবাবগঞ্জ উপজেলার শোল্লা ইউনিয়নের ঐতিহ্যবাহী এম.মহিউদ্দিন ভূইয়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন। তার এ শ্রেষ্ঠত্বে ঐ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা মহা খুঁশি ও আনন্দিত।