সিনিয়র প্রতিবেদক :
ঢাকার দোহার উপজেলায় দোহার প্রেসক্লাবের নব-নির্মিত ভবনের উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৩ মে) সকালে উপজেলার জয়পাড়ায় দোহার প্রেসক্লাবে এই ভবন উদ্বোধন করা হয়।
প্রেসক্লাবের নব-নির্মিত ভবনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান। এ সময় প্রেসক্লাবের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।
বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান বলেন, আমি সব সময় দোহার প্রেসক্লাবের সার্বিক উন্নয়নে সহযোগিতা করে যাব। দোহার প্রেসক্লাবে উন্নয়নে যা যা দরকার আমি তা সব করব। আর এ সকল উন্নয়নের দাবীদার আমার নেত্রী জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার প্রতি আমি চির কৃতজ্ঞ। তিনি আমাকে এই সব উন্নয়ন করার সুযোগ করে দিয়েছেন। এ সময় তিনি দোহার প্রেসক্লাবের উত্তর উত্তর সাফল্য কামনা করেন।
দোহার প্রেসক্লাবের সভাপতি কামরুল হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আতাউর রহমান সানীর সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ফজলুর রহমান কামাল, ঢাকা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান শাহজাহান মোল্লা, ঢাকা জেলা পরিষদের প্রকৌশলি আব্দুর রাজ্জাক, বীর মুক্তিযোদ্ধা ডা. বোরহান উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মো. মহিউদ্দিন আহমেদ, দোহার প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মাহবুবুর রহমান টিপু, অলি আহামেদ, সাংগঠনিক সম্পাদক মো.শাহজাহানসহ প্রেসক্লাবের অন্যান্য সকল সাংবাদিকবৃন্দ এবং আরও অনেকে।