কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি :
কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সভাপতি শাহীন আহমেদ, সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম মামুন। বুধবার (১০ মে) বিকেলে ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি ও ঢাকা -২০ আসনের সংসদ সদস্য বেনজীর আহমেদ ও ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুন এর স্বাক্ষরিত প্যাডে দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি এবং ২৭ জনকে উপদেষ্টা করে দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের এই নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়।
নতুন কমিটির নেতৃবৃন্দ হলেন, সভাপতি শাহীন আহমেদ, সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম মামুন (ম.ই মামুন), সহ-সভাপতি হাজী মো. ইকবাল হোসেন (শুভাঢ্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান), সহ-সভাপতি জাহাঙ্গীর শাহ খুশি, যুগ্ম সাধারণ সম্পাদক আনিছুর রহমান মৃধা, যুগ্ম সাধারণ সম্পাদক হারুন অর রশিদ পিন্টু, সাংগঠনিক সম্পাদক হাজী বিল্লাল হোসেন, দপ্তর সম্পাদক মো. তোফাজ্জল হোসেনসহ মোট ৭১ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়।
এছাড়াও প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আব্দুর রশিদ, ১ নং সদস্য বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু এমপি, উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা সামসুদ্দিন মাস্টার, উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা এম এ খালেক, উপদেষ্টা এ্যাড. আবুল কালামসহ ২৭ জনকে উপদেষ্টার নাম ঘোষণা করা হয়।
উল্লেখ্য যে, ২০২২ সালের এপ্রিল মাসে সম্মেলনের মাধ্যমে শুধু সভাপতি ও সাধারণ সম্পাদক এর নাম ঘোষণা করে দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের ২ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছিল।